প্রতিবেশী ৪ বছরের শিশুকে পাচারের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করল গাইঘাটা থানার পুলিশ। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গাইঘাটা থানা এলাকার চাঁদপাড়ায়। খবর পেয়েই অভিযান চালিয়ে হাবরা স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। তাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছেন পুলিশকর্মীরা।
প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার চাঁদপাড়ার বিএম পল্লির বাসিন্দা শিশুটিকে প্রতিবেশী তরুণী অন্বেষা বিশ্বাসের কাছে ছেলেকে রেখে বাজারে গিয়েছিলেন মা। ছেলেকে না পেয়ে কান্নাকাটি শুরু করলে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। তরুণীকে মারধর শুরু করেন তাঁরা। চাপের মুখে তরুণী স্বীকার করে শিশুটিকে বিক্রি করে দিয়েছে সে। এর পর তরুণীর বলে দেওয়া নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে হাবরা স্টেশনের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর পর তরুণীকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত তরুণীর কড়া শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।