বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > খয়রাশোলে তৃণমূল - বিজেপি সংঘর্ষে গ্রেফতার বিজেপির ১২, তৃণমূলের ১

খয়রাশোলে তৃণমূল - বিজেপি সংঘর্ষে গ্রেফতার বিজেপির ১২, তৃণমূলের ১

প্রতীকি ছবি

গ্রেফতার হওয়া ১২ জন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে পাঁচড়া গ্রামের একটি তৃণমূল কার্যালয় ভাঙচুর এবং বোমাবাজি ও মারধর করার অভিযোগ রয়েছে। এই ঘটনায় কান্ত বাউড়ি নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

শুক্রবার রাতে বীরভূমের খয়রাশোল ব্লকের মুক্তিনগর এবং পাঁচড়া গ্রামে তৃণমূল-বিজেপির পক্ষের সংঘর্ষে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। দুটি সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাশোল থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের করা হয়। যে অভিযোগের ভিত্তিতে খয়রাশোল থানার পুলিশ তদন্তে নেমে মোট ১৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার দুবরাজপুর আদালতে তোলা হয়।

গ্রেফতার হওয়া ১৩ জনের মধ্যে ১ জন তৃণমূল কর্মী। বাকিরা বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। দুটি আলাদা আলাদা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া এই দুই দলের রাজনৈতিক কর্মী সমর্থকদের মধ্যে একজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে লুটপাট এবং মারধর করার অভিযোগ রয়েছে। ধৃতকে ২১ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

অন্যদিকে গ্রেফতার হওয়া ১২ জন বিজেপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে পাঁচড়া গ্রামের একটি তৃণমূল কার্যালয় ভাঙচুর এবং বোমাবাজি ও মারধর করার অভিযোগ রয়েছে। এই ঘটনায় কান্ত বাউড়ি নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। অভিযুক্তদের খয়রাশোল থানার পুলিশ রবিবার গ্রেফতার করে দুবরাজপুর আদালতে তুললে আদালত তাদের দুই জনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের ও বাকি দশ জনের ২১ মে পযন্ত জেল হাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক।

 

বন্ধ করুন