বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Purulia: পুলিশ পরিচয়ে নাকা চেকিং চালিয়ে বয়স্ক মহিলাদের গয়না ছিনতাই, গ্রেফতার ২

Purulia: পুলিশ পরিচয়ে নাকা চেকিং চালিয়ে বয়স্ক মহিলাদের গয়না ছিনতাই, গ্রেফতার ২

ছিনতাইয়ের অভিযোগে ধৃত ২। নিজস্ব ছবি।

ধৃতদের বাড়ি মধ্যপ্রদেশে। পুরুলিয়া শহরে হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করত এই চক্রটি। বেশ কিছদিন হল পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াত। মহিলাদের শরীরে সোনার গয়না দেখলেই দুষ্কৃতীরা পুলিশ পরিচয় গয়না ছিনতাই করত।

পুলিশ পরিচয় দিয়ে নাকা চেকিং চালাত দুষ্কৃতীরা। আর সেই সুযোগ নিয়েই সাধারণ নাগরিকদের কাছ থেকে ছিনিয়ে নিত টাকা,গয়না। এমন ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়া জেলার পুরুলিয়া শহর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। দুষ্কৃতীরা আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িয়ে আছে বলে মনে করছে পুলিশ। তাদের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে বলেই পুলিশের অনুমান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি মধ্যপ্রদেশে। পুরুলিয়া শহরে হোটেল ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই করত এই চক্রটি। বেশ কিছদিন হল পুরুলিয়া শহরের বিভিন্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়াত। মহিলাদের শরীরে সোনার গয়না দেখলেই দুষ্কৃতীরা পুলিশ পরিচয় দিয়ে পরামর্শ দিত সেই গয়না ছিনতাইয়ের সম্ভাবনা রয়েছে। এরপর সেই গয়না খুলে প্যাকেট করে দেওয়ার নাম করে তা বদলে নকল গয়না প্যাকেট করে দিত দুষ্কৃতীরা। এরপর তারা সেখান থেকে চম্পট দিত। মূলত বয়স্ক মহিলাদের টার্গেট করত এই চক্রটি। এই চক্রের আরও ৩ সদস্যের খোঁজ পেয়ে ঝাড়খণ্ড পুলিশকে সতর্ক করে পুরুলিয়া জেলা পুলিশ। সেখানেই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করে জামশেদপুর থানার পুলিশ। পুরুলিয়া থেকে যাদের গ্রেফতার করা হয় তাদের নাম আলি রেজা ও তানবীর হোসেন। তাদের বাড়ি মধ্যপ্রদেশে।

পুলিশ জানিয়েছে, মূলত গ্রাম থেকে শহরে ঢুকছে এই সমস্ত রাস্তায় পুলিশ সেজে নাকা চেকিং চালাত দুষ্কৃতীরা। এরপর তারা নিরাপত্তার কথা বলে বয়স্ক মহিলাদের কাছ থেকে সোনার গয়না নিয়ে নিত। পাশাপাশি তারা জাল নোট পাচার চক্রের সঙ্গেও জড়িত। এ নিয়ে অভিযোগ পেয়েছিল পুলিশ। আর অভিযোগ পাওয়ার পরে পুরুলিয়া জেলার পুলিশ তদন্তে নেমে অবশেষে দুজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকিদের খোঁজ চালানো হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.