অষ্টমীর রাতে দুর্গোৎসবের আনন্দে যখন মাতোয়ারা গোটা দেশ ঠিক সেই সময় ঘটে গেল ন্যাক্কারজনক ঘটনা। দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার অন্তর্গত এলাকায় একাকী ৬০ বছরের এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই যুবক। বাকি আরও একজন অভিযুক্ত পলাতক।
আরও পড়ুন: হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণ, বর্ধমান থেকে গ্রেফতার যুবক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়িতে ঢোকে চারজন দুষ্কৃতী। মূল উদ্দেশ্য ছিল মুরগি চুরি। কিন্তু সুযোগ বুঝে অভিযুক্তদের মধ্যে তিনজন ওই বৃদ্ধাকে একে একে ধর্ষণ করে বলে অভিযোগ। অন্যজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।
পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার আর্তচিৎকারে ছুটে আসেন তাঁর মেয়ে ও জামাই। তখনই দুই অভিযুক্তকে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর তাঁদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের উদ্ধার করে গ্রেফতার করে। নির্যাতিতার বয়ান অনুযায়ী, স্বামীর চোখের অস্ত্রোপচারের জন্য তিনি বাড়িতে ছিলেন না। নাতি-নাতনিরাও সেদিন ছিলেন না। সেই সুযোগেই অস্ত্র হাতে বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। বৃদ্ধাকে একা পেয়ে ছুরি, বঁটি ও বন্দুক দেখিয়ে ভয় দেখায়। তারপর ঘটে ভয়ঙ্কর ঘটনা। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। পলাতক অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।অষ্টমীর রাতে এই নৃশংস ঘটনার জেরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্গাপুজোর আনন্দের মাঝেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।