পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চর দ্বারিবেড়িয়া গ্রামে গ্রাম্য কমিটির নামে ফতোয়া জারির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ তৎপর হয়। রাতে গ্রামে অভিযান চালিয়ে শংকর ঘড়ুই, সুভাষ ঘড়ুই, তারক দাস, বাপি সাউ ও প্রণব দাস নামে ৫ জনকে গ্রেফতার করে তারা।
সোমবার চক দ্বারিবেড়িয়া গ্রাম থেকে আসে লিফলেট বিলির খবর। দিন তিনেক আগে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয়েছে সেই লিফলেট। তাতে গ্রামে থাকতে গেলে গ্রাম্য কমিটি নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। কোনও বিবাদ হলে প্রশাসনকে জানানোর আগে গ্রাম কমিটির সঙ্গে আলোচনা করতে হবে। বাড়িতে মঙ্গলানুষ্ঠান করতে গেলে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে। এমনকী যুবক যুবতীদের বিয়ে ঠিক করতে গেলেও তাদের সঙ্গে কথা বলতে হবে। কেউ নিজের ইচ্ছায় সন্তানের বিয়ে দিলে জরিমানার উল্লেখ রয়েছে সেখানে। গ্রামের জমি মুসলমানকে বিক্রি করা যাবে না বলেও জানানো হয়েছে।
জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় এই লিফলেট নিয়ে গ্রামে বৈঠক বসে। কার অনুমতিতে এই ধরণের লিফলেট বিলি করা হয়েছে তা জানতে চান গ্রামবাসীরা। তখন লিফলেট যারা বিলি করেছেন তাদের কয়েকজনকে চিহ্নিত করেন তারা। সেই অভিযোগ স্বীকার করে নিয়ে গ্রামবাসীদের কাছে ক্ষমাও চান অভিযুক্তরা। এর পর সোমবার বিষয়টি জানাজানি হয়।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দুকুমার মাজি জানিয়েছেন, ‘গ্রামবাসীদের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ। অভিযোগে প্রাথমিক সত্যতা থাকায় ৫ জনকে গ্রেফতার করেছে তারা।’