বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Fake Army officer: সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ভুয়ো সেনাকর্মী

Fake Army officer: সেনা বাহিনীতে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ভুয়ো সেনাকর্মী

ধৃত ভুয়ো সেনা কর্মীকে নিয়ে যাচ্ছে পুলিশ। নিজস্ব ছবি 

সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যুবক যুবতীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিকাশ ছেত্রী। গত ৫ বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছে অভিযুক্ত। জানা গিয়েছে, নিজেকে সেনাবাহিনীর কর্মী বলে পরিচয় দিত ওই অভিযুক্ত। 

শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক প্রভাবশালী ব্যক্তি এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। তারপরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ সামনে আসছে। এবার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। এই অভিযোগে এক ভুয়ো সেনাকর্মীকে গ্রেফতার করল আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ। বাগডোগরার ভুজিয়াপানি থেকে ওই ভুয়ো সেনাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিকাশ ছেত্রী।

জানা গিয়েছে, সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যুবক যুবতীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিকাশ ছেত্রী। গত ৫ বছর ধরে এই প্রতারণা চালিয়ে আসছে অভিযুক্ত। জানা গিয়েছে, নিজেকে সেনাবাহিনীর কর্মী বলে পরিচয় দিত ওই অভিযুক্ত। এরপরেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য যুবক যুবতীর কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিত। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও চাকরিও করিয়ে দিতে পারেনি, টাকাও ফেরত দেয়নি। এরপরে একাধিক যুবক বিকাশের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগ দায়ের করে। তবে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল বিকাশ। এদিকে এই খবর পেয়েই তাঁর ওপর নজর রাখছিলেন সেনাবাহিনীর গোয়েন্দারা। অবশেষে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কাছ থেকে বেশকিছু ভুয়ো নথি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানতে পেরেছে, বাগডোগরা এলাকায় যুবক যুবতীদের প্রতারণার ছক করেছিল। সেই কারণে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় যায় অভিযুক্ত। এই খবর পায় আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ। এরপরই যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ।

বন্ধ করুন