কাঁথি পুরসভায় স্টল বিক্রিতে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী পুরসভার পুরপ্রধান থাকাকালীন দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই দুর্নীতিতে সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর জাভেদ আখতারকে গ্রেফতার করল পুলিশ। এই মামলায় সৌমেন্দু অধিকারীর নাম জড়ালেও তাঁর বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সৌমেন্দুর গাড়ির চালককে গ্রেফতার করেছে কাঁথি থানার পুলিশ। আর এবার তাঁর আরও এক ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ।
জাভেদ আখতার কাঁথি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগদান করেন সেই সময় তিনি কাউন্সিলর ছিলেন। এরপরে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। সৌমেন্দু অধিকারী পুরপ্রধান থাকার সময় থেকে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আখতার। এর পাশাপাশি তিনি বিভিন্ন ঠিকাদারির কাজও করতেন। পুরসভার বিভিন্ন কাজের বরাত নিয়েছিলেন এই আখতার। সূত্রের খবর, আখতার দীর্ঘদিন ধরে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ দেখার জন্য সৌমেন্দু অধিকারীর সঙ্গে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন।
মূলত কাঁথি পুরসভায় স্টল নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল। অভিযোগ মোটা টাকার বিনিময়ে এই স্টল বিক্রি করা হয়েছিল। আর সেই টাকা পুরসভায় জমা করা হয়নি। সেই ঘটনায় কাঁথি থানায় দুর্নীতির অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ সৌমেন্দু অধিকারীর গাড়ির চালক সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। সৌমেন্দু অধিকারীকেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আর এবার প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। গতকাল রাতে কলকাতা থেকে জাভেদকে পুলিশ গ্রেফতার করে।
রাজনৈতিক স্বার্থে জাভেদকে গ্রেফতার করা হয়েছে বলে কটাক্ষ করেছে বিজেপি। দলের কাঁথির সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি এখন রাজ্যের শাসকদলের চোরদের একে একে গ্রেফতার করছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য রাজনৈতিক স্বার্থে জাভেদকে পুলিশ গ্রেফতার করেছে। কলকাতা হাইকোর্ট এই মামলা আগেই খারিজ করেছে। এখন নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup