বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে বিশেষভাবে সক্ষম এক যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম টুনটুন কুমার ওরফে ল্যাংড়া (২৯)। তিনি বিহারের মুঙ্গেরের রামনগর থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় আন্তঃরাজ্য পাচারচক্র জড়িত রয়েছে বলেই মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষভাবে সক্ষম ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই স্টেশনের প্লাটফর্মে হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করে আসছে। এরকম একজন বিশেষভাবে সক্ষম যুবক যে অস্ত্রপাচারের সঙ্গে জড়িয়ে থাকতে পারে তা পুলিশের ধারণার বাইরে ছিল। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে পাচারকারীরা এতদিন ওই যুবকের মাধ্যমে আগ্নেয়াস্ত্র পাচার করে আসছিল। জামার ভিতরে আগ্নেয়াস্ত্র গুঁজে ট্রেনে করে নির্দিষ্ট স্থানে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিত ওই যুবক।
সম্প্রতি, এলাকায় বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযানে নেমে বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় এসটিএফ। এর পরেই ওই যুবকের কথা জানতে পারে পুলিশ। বিষয়টি জানার পর হতবাক পুলিশও। তার কাছ থেকে তিনটি ইম্প্রভাইজড সিঙ্গেল শাটার পিস্তল উদ্ধার হয়েছে। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত রয়েছে? ওই যুবক কাদের সঙ্গে অস্ত্র নিতেন এবং কাদের সেই অস্ত্র সরবরাহ করা হতো? সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।