বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Coochbehar: স্কুলের মধ্যেই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহ, বিক্ষোভ অভিভাবকদের, গ্রেফতার শিক্ষক

Coochbehar: স্কুলের মধ্যেই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহ, বিক্ষোভ অভিভাবকদের, গ্রেফতার শিক্ষক

ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক: ‌ছবিটি প্রতীকী (‌সৌজন্য ফেসবুক)‌

অভিযুক্ত মাথাভাঙ্গা দু'নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই স্কুলে মোট তিনজন শিক্ষক রয়েছেন। যার মধ্যে অভিযুক্ত শিক্ষক ছাড়া রয়েছেন আরও দুজন শিক্ষিকা। অভিযোগ, শনিবার এক খুদে পড়ুয়ার যৌন নিগ্রহ করে ওই শিক্ষক।

আবারও ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি কোচবিহার জেলার মাথাভাঙ্গা দু'নম্বর ব্লকের লতাপাতা এলাকার। এই ঘটনায় অভিযুক্ত স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্কুল শিক্ষকের নাম অতুলচন্দ্র দাস। সোমবার দেশজুড়ে পালিত হয়েছে শিশু দিবস। ওইদিনই খুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। যৌন নিগ্রহের অভিযোগ উঠতেই স্কুলের গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মাথাভাঙ্গা দু'নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি পঞ্চম পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ওই স্কুলে মোট তিনজন শিক্ষক রয়েছেন। যার মধ্যে অভিযুক্ত শিক্ষক ছাড়া রয়েছে আরও দুজন শিক্ষিকা। অভিযোগ, শনিবার এক খুদে পড়ুয়ার যৌন নিগ্রহ করে ওই শিক্ষক। পরে পড়ুয়া বাড়ি গিয়ে তার বাবা মাকে সমস্ত কথা খুলে বলে। রবিবার স্কুল বন্ধ ছিল। সোমবার স্কুল খুলতেই সেখানে গিয়ে অভিভাবক এবং গ্রামের অন্যান্য বাসিন্দারা বিক্ষোভ করেন। এদিকে, খবর পেয়ে স্কুলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশ আসার আগেই স্কুল থেকে পালিয়ে যায় ওই শিক্ষক। পরে ফালাকাটা থেকে তাকে গ্রেফতার করে।

এই ঘটনার অভিযুক্ত শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন শিশুর বাবা-মা শিক্ষকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান। তার ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে শুধু ওই পড়ুয়ায় নয়, আরও অনেক ছাত্রীর সঙ্গে শিক্ষক এই ধরনের আচরণ করেছে বলে অভিযোগ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন