আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে বিভিন্ন জায়গা থেকে একের পর এক উদ্ধার হচ্ছে বোমা, আগ্নেয়াস্ত্র। এই নিয়ে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। তারই মধ্যে আবারও উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। জলপাইগুড়ির রাজগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একটি চার চাকা গাড়িতে করে যাচ্ছিল ওই দুই যুবক। তাদের সন্দেহ হতেই পুলিশ প্রথমে তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগঞ্জের ক্যানাল মোড় ট্রাফিক আউট পোস্ট ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম হল আকাশ দে (২২) ও শের আলি (২০)। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায়। ধৃতদের মধ্যে আকাশ দে অবশ্য বর্তমানে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় ভাড়াবাড়িতে থাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ক্যানাল রোড দিয়ে যাওয়ার পথে নাউয়াপাড়ার কাছে দুজনকে গ্রেফতার করা হয়। মুলত ক্যানাল রোডের নাউয়াপাড়া ট্রাফিক পয়েন্টে নিয়মিত যান চলাচল নিয়ন্ত্রণ করে থাকে ট্রাফিক পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণের সময় এদিন একটি চার চাকার যাত্রীবাহী গাড়িতে কালো কাঁচ লাগানো দেখতে পেয়েই পুলিশের সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। ওই পিস্তলের কোনও বৈধ কাগজ দেখাতে না পারায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। তারা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে? কাদের কাছ থেকে পেয়েছে? এর সঙ্গে কোনও চক্র জড়িয়ে আছে কিনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।