শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার ঘটনায় সব মিলিয়ে দুজনকে গ্রেফতার ও দুজনকে আটক করা হয়েছে। প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের নাম দিব্যেন্দু দাস। টিউমলপাড়ার বাসিন্দা। ধৃত অপরজনের নাম বিজয় শর্মা। তিনিও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অপর দুজনকে আটক করা হয়েছে। তারাও চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে শিলিগুড়ির ডেপুটি মেয়রের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই এনিয়ে নিন্দা জানিয়েছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজেও এনিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ও বিষ্মিত। শহরবাসীর একাংশের দাবি, যে শহরে ডেপুটি মেয়রের উপর হামলা করতে আসে দুষ্কৃতীরা সেই শহরে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?
শনিবার হোলির দিনে বিকালে হিলকার্ট রোডে একদল তরুণ শিলিগুড়ির ডেপুটি মেয়রের উপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ। এয়ারভিউ মোড়ের কাছে সেদিন নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজন তার গাড়ি আটকায়। ডেপুটি মেয়র নিজেই জানিয়েছিলেন, মদ্যপ বলে পাশ কাটিয়ে চলে যেতে চাইছিলাম। সেই সময় ওরা আমার গাড়ির উপর চড়াও হয়। গাড়িতে কিল, চড় চাপড় মারতে থাকে। প্রতিবাদ করলে শুরু হয় হুমকি। এমনকী গাড়ি থেকে নেমে প্রতিবাদ করলে এক তরুণকে বলতে শোনা যায় ওকে মেরে দেব নাকি। দাবি রঞ্জনের। এবার সেই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, ঘটনার সময় রঞ্জন ভিডিয়ো তুলে রেখেছিলেন। সেই ভিডিয়োর ভিত্তিতে কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে। তারা কেন ডেপুটি মেয়রের সঙ্গে এই ধরনের আচরণ করলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। ধৃতদের জেরা করা হচ্ছে। এই ঘটনায় মেয়র গৌতম দেব জানিয়েছেন, অনভিপ্রেত ঘটনা। রঞ্জন এক আত্মীয়ার বাড়ি থেকে ফিরছিলেন। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
তবে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠছে। শহরবাসীও এনিয়ে আতঙ্কিত। শুধু দোল খেলার সময় নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটানো হয়েছে নাকি এর পেছনে আরও বড় কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে এনিয়ে মুখ খুলেছিলেন সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, ডেপুটি মেয়রের উপর যদি হামলা হয়ে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আমরা যখন বোর্ডে ছিলাম আমি যখন মেয়র ছিলাম তখন বর্তমানে যিনি ডেপুটি মেয়র রয়েছেন তার নেতৃত্বে সরাসরি আক্রমণ হয়েছিল। একবার নয়, একাধিকবার। তৃণমূলেও আমলেই এরা বলছে তাদের কোনও নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়েছে এটা তারই প্রমাণ।