লকডাউন কার্যকর করতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষগ্রাম পাঁচঘরা খিরিশতলায়।
করোনা রোগীর সন্ধান মেলায় ওই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন। অভিযোগ, সে সবের বালাই না করে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন স্থানীয়রা। পুলিশকর্মীরা তাদের বাড়িতে ঢুকতে বললে পালটা হামলা চালায় স্থানীয়রা। তাতে এক জন সাব ইন্সপেক্টর সহ ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। রড লাঠি নিয়ে পুলিশকর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন পুলিশকর্মীরা।
ঘটনার খবর পেয়ে বাহিনী নিয়ে এলাকায় যান বারুইপুরের SDPO অভিষেক মজুমদার ও বারুইপুর থানার ওসি দেবকুমার রায়। আহত পুলিশকর্মীদের উদ্ধার করেন তাঁরা। সঙ্গে শুরু হয় ধরপাকড়। এলাকা থেকে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত কয়েক দিনে দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন জায়গায় লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। যার জেরে লকডাউনের বিধি আরও কড়া করেছে প্রশাসন। অভিযোগ, জেলার বিভিন্ন এলাকার মানুষ লকডাউন মানতে চাইছেন না। সোমবারই মল্লিকপুরের কাজিপাড়ায় লকডাউনে দোকান খুলতে দেওয়ার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।