বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কোয়ারেন্টাইন সেন্টারে শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

কোয়ারেন্টাইন সেন্টারে শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে

প্রতীকি ছবি

সেই সময় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে দিয়ে যাচ্ছিলেন ২ যুবক। তারা ঘটনা দেখে ফেলে ভিডিয়ো তোলেন। এর পর কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।

কোয়ারেন্টাইন সেন্টারে মহিলার শ্লীলতাহানির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তার তাকে ঘিরেই রণক্ষেত্র পাথরপ্রতিমার দিগম্বরপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইটবৃষ্টির মুখে পড়তে হয় পুলিশকে। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 

গ্রামবাসীরা জানিয়েছেন, সম্প্রতি কাছে রামনগর আবাদ গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন ওই মহিলা। এর পর তাঁকে দিগম্বপুর গ্রামে কর্মতীর্থ ভবনে করা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেন ওই সিভিক ভলান্টিয়ার।

সেই সময় কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে দিয়ে যাচ্ছিলেন ২ যুবক। তারা ঘটনা দেখে ফেলে ভিডিয়ো তোলেন। এর পর কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা। 

সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছয় ঢোলহাট থানার পুলিশ। কিন্তু তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলতে পারেননি। এর পর ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ কর্তারা। তাঁরা গিয়ে অভিযুক্তকে গাড়িতে তোলার চেষ্টা করলে হামলে পড়ে জনতা। পুলিশের গাড়ি লক্ষ্য করে উড়ে আসে ইট। তাতে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। 

সুন্দরবন পুলিশ জেলার আইসি বৈভব তিওয়ারি জানিয়েছেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।’

 

বন্ধ করুন