মহাশ্মশানের পাশের রাস্তায় পড়ে এক পুলিশ কনস্টেবলের দেহ। আর তা দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। তারা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান। বারুইপুরের এক পুলিশকর্মীর দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে জোর চর্চা শুরু হয়েছে। কারণ এটা খুন নাকি পথ দুর্ঘটনা? তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
ঠিক কী ঘটেছে বারুইপুরে? স্থানীয় সূত্রে খবর, আজ সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পুলিশকর্মীর দেহ দেখতে পান। তখন তাঁরা পুলিশে খবর দেন। এখানে এসে পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কনস্টেবলকে কেউ খুন করেছে না কি এটা পথ দুর্ঘটনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, উদ্ধার হয়েছে পুলিশকর্মীর দেহ। তাঁর নাম দিগম্বর সোরেন। তিনি বারুইপুর পুলিশ জেলায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। বারুইপুর–জয়নগর রোডের কীর্তণখোলা মহাশ্মশানের কাছে রাস্তার ধারে এক পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। মৃত পুলিশ কনস্টেবল দিগম্বর সোরেনের বাড়ি হুগলির পাণ্ডুয়াতে। বারুইপুর থানার ফুলতলার কাছে একটি পুলিশ ক্যাম্পে পোস্টিং ছিলেন।
আর কী জানা যাচ্ছে? এই পুলিশ কর্মীর দেহ উদ্ধারের বিষয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস বলেন, ‘পুলিশকর্মীর দেহ উদ্ধার করে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। আজ, বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। খুন, পথ দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কিছু আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup