কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর। ঘটনা মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকার। বুধবার ভোর রাতে কর্তব্যরত অবস্থাতেই সুকুমার সরকার নামে ওই পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুকুমারবাবুর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর এলাকার নতুনটোলায়। ফরাক্কা থানায় কন্সটেবল পদে কর্মরত ছিলেন তিনি। বুধবার ভোর রাতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। বুকে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে হাত দিয়ে চেপে ধরে। এর পর সংজ্ঞা হারান তিনি।
সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে সুকুমারবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
বাংলার মুখ খবর