
তারস্বরে বাজছে ডিজে, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ, অভিযুক্তদের আটক করল পুলিশ
১ মিনিটে পড়ুন . Updated: 27 Jan 2022, 05:01 PM ISTস্থানীয়রা অভিযোগ করছেন, হিন্দমোটর তেঁতুলতলায় সকাল থেকেই চটুল হিন্দি গান আর প্রচন্ড জোরে ডিজে বাজছিল।
স্থানীয়রা অভিযোগ করছেন, হিন্দমোটর তেঁতুলতলায় সকাল থেকেই চটুল হিন্দি গান আর প্রচন্ড জোরে ডিজে বাজছিল।
তারস্বরে ডিজে বাজানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করল পুলিশ। ঘটনাটি হুগলির উত্তরপাড়া থানা এলাকার। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি ডিজে বক্স এবং মাইক উদ্ধার করেছে পুলিশ। প্রজাতন্ত্র দিবসের রাতে তারস্বরে ডিজে বাজানো হচ্ছিল বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, হিন্দমোটর তেঁতুলতলায় সকাল থেকেই চটুল হিন্দি গান আর জোরে ডিজে বাজছিল। বেশ কয়েকজন যুবক সেখানে পিকনিক করছিল। স্থানীয় বাসিন্দারা তাঁদের গান আস্তে চালানোর জন্য অনুরোধ জানালেও কাজ হয়নি। সারাদিন ধরে জোরে গান-ডিজে বাজার ফলে অতিষ্ঠ হয়ে পড়েন এলাকাবাসীরা। অভিযোগ, এরপর রাত হলেও যুবকরা ডিজে বন্ধ করেননি। রাত ১০ টার পরেও অনবরত গান এবং ডিজে তারস্বরে বাজিয়ে চলেন ওই যুবকরা। এর ফলে সমস্যায় পড়েন এলাকার বয়স্ক লোকেরা।
যুবকদের বারবার অনুরোধ করার পরেও কোনও কাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের একজন সোশ্যাল মিডিয়ায় তারস্বরে ডিজে বাজানোর অভিযোগ তোলেন। সোশ্যাল মিডিয়া সূত্রে ডিজের তাণ্ডব জানার পরে উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে হানা দিয়ে কয়েকজন যুবককে আটক করে।
নিয়ম অনুযায়ী, রাত দশটার পর তারস্বরে ডিজে মাইক বাজানো যায় না। তারপরেও বহুবার গভীর রাত পর্যন্ত ডিজে বাজানোর অভিযোগ উঠেছে বিভিন্ন এলাকায়। কিছুদিন আগেই হাওড়ায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় একটি পরিবারের বাড়ির লোকেদের কয়েকজন যুবক বেধড়ক মারধর করেছিলেন বলে অভিযোগ। পরে অবশ্য তাদের গ্রেফতার করে পুলিশ। তবে এদিন সোশ্যাল মিডিয়ায় অভিযোগ পাওয়ার পরে পুলিশ তৎপরতার সঙ্গে যেভাবে ব্যবস্থা নিয়েছে, তাতে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট স্থানীয়রা।