বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > বিধায়কের মৃত্যুতে আটক ১, ব্যবসায়িক টানাপোড়েনের দিকে ইঙ্গিত তদন্তকারীদের

বিধায়কের মৃত্যুতে আটক ১, ব্যবসায়িক টানাপোড়েনের দিকে ইঙ্গিত তদন্তকারীদের

দেবেন্দ্রনাথ রায়, ফাইল ছবি

তদন্তকারীদের অনুমান, ব্যবসায়িক টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন দেবেনবাবু। গোপাল মালাকার নামে স্থানীয় ওই ব্যক্তির সঙ্গে মিলে চালকল চালাতেন দেবেনবাবু।

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুতে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম নিলয় সিনহা। দেবেনবাবুর কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে তাঁর নাম রয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাঁকে ইংরেজবাজার থানায় নিয়ে গিয়ে জেরা করছেন সিআইডি-র আধিকারিকরা। এছাড়া গোপাল মালাকার নামে আরেক ব্যক্তিকেও খুঁজছে পুলিশ। তাঁর নামও সুইসাইড নোটে রয়েছে বলে দাবি পুলিশের। 

দেবেনবাবুর মৃত্যুকে আত্মহত্যা বলে ধরে নিয়েই এগোচ্ছে পুলিশ। আর সেজন্য তাঁর কাছ থেকে মেলা সুইসাইড নোটকে হাতিয়ার করেছেন তদন্তকারীরা। যে সুইসাইড নোট দেবেন বাবুর লেখা কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। 

পুলিশের দাবি সুইসাইড নোটে গোপাল মালাকার ও নিলয় সিনহা নামে ২ ব্যক্তির নাম ও ফোন নম্বর লিখে গিয়েছেন দেবেনবাবু। সেই ফোন নম্বরের সূত্র ধরে মঙ্গলবার নিলয় সিনহাকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

তদন্তকারীদের অনুমান, ব্যবসায়িক টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন দেবেনবাবু। গোপাল মালাকার নামে স্থানীয় ওই ব্যক্তির সঙ্গে মিলে চালকল চালাতেন দেবেনবাবু। সম্প্রতি তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। রায়গঞ্জে তাঁর একটি বাড়ি বন্ধক রেখে গোপালকে তিনি মোটা টাকা ধার দিয়েছিলেন বলে ঘনিষ্ঠরা জানিয়েছেন। 

পুলিশের দাবি, গোপালের সূত্রে নিলয়ের সঙ্গে পরিচয় হয় দেবেনবাবুর। দেবেনবাবুর বাড়ির একাংশে বেশ কয়েকমাস ভাড়াও ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সম্প্রতি লকডাউনের জেরে মন্দা চলছিল। ফলে সম্ভবত কিস্তির টাকা দিতে পারছিলেন না দেবেনবাবুরা। সম্ভবত সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার অশঙ্কায় অবসাদে ভুগছিলেন দেবেনবাবু। 

ঘটনার রাতে দেবেনবাবুর আচরণেও হতাশার লক্ষণ দেখা গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই রাতে অনেকক্ষণ একা বসে ছিলেন তিনি। স্ত্রী তাঁকে সেব্যাপারে প্রশ্ন করলে এড়িয়ে যান। এর পর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। 

 

বন্ধ করুন