বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Sex Racket: গ্রামের মেয়েদের নিয়ে এসে চলছিল মধুচক্র, বহরমপুরে পুলিশের জালে ১৫

Sex Racket: গ্রামের মেয়েদের নিয়ে এসে চলছিল মধুচক্র, বহরমপুরে পুলিশের জালে ১৫

রাত বাড়লে বসত মধুচক্রের আসর। ছবি সৌজন্য–এএনআই।

এই মধুচক্র শনিবার রাতেও চলছিল। হালকা আলো–আঁধারিতে বসেছিল আসর। সেখানে উপস্থিত হয়েছিল খদ্দেরও। নাবালিকাদের নিয়ে সেখানে যৌনতা চরমে উঠেছিল। এই খবর পেয়েই রাতে বহরমপুর শহরের একাধিক হোটেলে অভিযান চালানো হয়। আর তাতেই আটক করা হয় ১৫ জনকে।

গ্রামের গরিব নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ উঠল। অর্থ রোজগারের টোপ দিয়ে তাদের নিয়ে আসা হতো। তারপরই খদ্দেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া হতো। এবার এই অভিযোগের ভিত্তিতেই শনিবার মাঝরাতে অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ। এখানের বিভিন্ন হোটেলে হানা দেয় পুলিশকর্মীরা। রাজ্যের চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সোমা ভৌমিকও তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন। বহরমপুর শহরের ফরাসডাঙা এলাকায় বেশ কয়েকটি হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানেই একাধিক হোটেলের মালিক–সহ প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে বলে খবর।

ঠিক কী ঘটেছে বহরমপুরে?‌ স্থানীয় সূত্রে খবর, গ্রামের গরিব মেয়েদের টোপ দিয়ে নিয়ে গিয়ে মধুচক্রে সামিল করা হচ্ছিল। রাতের অন্ধকারে হোটেলের ঘরে খদ্দের ঢুকিয়ে দিয়ে যৌনতা চরমে তোলা হতো। গ্রামের মেয়েরা একবার এই ফাঁদে পড়ে আর ফিরে আসতে পারত না। এমন সব অভিযোগ পুলিশের কাছে আসছিল। এই এলাকায় নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। সঙ্গে রাখা হয় রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন চেয়ারপার্সনকেও। এরপর সেই অভিযোগের উপর ভিত্তি করেই বহরমপুরের সন্দেহভাজন হোটেলগুলিতে তল্লাশি চালায় পুলিশ।

ঠিক কী বলছেন চেয়ারপার্সন?‌ এই মধুচক্র বেশ কিছুদিন ধরেই চলছিল। গ্রামের মানুষজন এই নিয়ে পুলিশে অভিযোগ জানাচ্ছিলেন। এই বিষয়ে রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশেন চেয়ারপার্সন সোমা ভৌমিক বলেন, ‘‌গ্রামের থেকে গরিব মেয়েদের নিয়ে এসে এখানে দেহব্যবসা করা হচ্ছিল। আপাতত আমরা এই মেয়েদের হোমে রাখব। আর তাদের বাড়ি খুঁজে বের করব। তাঁরা যাতে সরকারি সাহায্য পান, সেই বিষয়টিও আমরা দেখব। আমরা সবসময় পাশে রয়েছি।’‌

আর কী জানা যাচ্ছে?‌ এই মধুচক্র শনিবার রাতেও চলছিল। হালকা আলো–আঁধারিতে বসেছিল আসর। সেখানে উপস্থিত হয়েছিল খদ্দেরও। নাবালিকাদের নিয়ে সেখানে যৌনতা চরমে উঠেছিল। এই খবর পেয়েই রাতে বহরমপুর শহরের একাধিক হোটেলে অভিযান চালানো হয়। আর তাতেই আটক করা হয় ১৫ জনকে। বিভিন্ন হোটেলে তল্লাশি চালিয়ে বেশ কয়েকজন কিশোরীকে উদ্ধারও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘দেবতাদের’ দেখতে জনস্রোত, অনশনকারীদের নামে পুজো মা দুর্গার কাছে, যোগ আরও ২ জনের ৩৫০০০ মাইনে এদিকে পরনে ৬৫০০-এর টিশার্ট! দেবাশীষের নামে অভিযোগ উঠতেই সরব সুদীপ্তা জিগরা-ভিকি বিদ্যা আসতেই পুজোর মধ্যেই কমলো টেক্কা-বহুরূপীর শো! ক্ষুব্ধ সৃজিত অন্য ভূমিকায় মহম্মদ সিরাজ! এবার থেকে সামলাবেন তেলেঙ্গানা পুলিশের এই বড় দায়িত্ব হায়দরাবাদে প্রবল বৃষ্টি, খেলা কি হবে? ম্যাচের দিন আবহাওয়া কেমন থাকবে? ব্রালেটের সঙ্গে লাল শাড়িতে অনন্যা আলিয়া! কার হাত ধরে এলেন কাজলদের পুজোয়? 'IPL নিলামে কত দর উঠবে আমার?', পন্তের প্রশ্নে নেটপাড়া বলল 'মদ খেয়ে টুইট করো না' শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.