রাজ্যে আবারও নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ। বাড়ির শৌচালয় থেকে বেরোনোর সময় ৩ যুবক ওই নাবালিকাকে তুলে নিয়ে যায়। তারপরে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এর ফলে অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণির ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মাঝরাতে বাড়ির পাশে শৌচাগারে গিয়েছিল ওই নাবালিকা। এরপর শৌচালয় থেকে বেরোতেই আচমকা তিন যুবক তার মুখে গামোছা জড়িয়ে তুলে নিয়ে যায় বাড়ির ঠিক পাশেই একটি পুকুর পাড়ে। সেখানেই দুই যুবক তার হাত পা এবং মুখ চেপে ধরে। আর তৃতীয় যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনায় সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই নাবালিকা। এরপর সেখান থেকে চলে যায় অভিযুক্ত তিন যুবক। এদিকে, রাতে দীর্ঘক্ষণ মেয়েকে ঘরে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা মেয়ের খোঁজ করতে শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর পাড়ে গিয়ে দেখেন মেয়ে সজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা মেয়েকে বাড়িতে নিয়ে যান। সেখানে সুস্থ হওয়ার পর নাবালিকা তাদের জানায় তাকে ধর্ষণ করা হয়েছে।
নির্যাতিতার দাবি, অভিযুক্তদের সে চেনে। তবে তাদের সঙ্গে কোনও ঘনিষ্ঠতা নেই। এই ঘটনায় পরিবারের তরফে তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ-সহ পকসো আইনের একাধিক ধারায় মামলার রুজু করেছে। এই ঘটনা নিয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত-সহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও, নিয়ম মেনে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup