বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাত বাড়লেই শোনা যেত শীৎকার, গ্রামের বাড়িতে মধুচক্রের আসর, আটক ৬

রাত বাড়লেই শোনা যেত শীৎকার, গ্রামের বাড়িতে মধুচক্রের আসর, আটক ৬

রাত বাড়লে বসত মধুচক্রের আসর। ছবি সৌজন্য–এএনআই।

এই এলাকার একটি বাড়িতে অপরিচিত যুবক–যুবতীদের আনাগোনা বাড়ছিল।

অপরিচিত যুবক–যুবতীদের আনাগোনা লক্ষ্য করেছিল গ্রামবাসীরা। কিন্তু প্রথমটায় অত সন্দেহ হয়নি। রাত বাড়লেই সেখান থেকে আসত সুরের মুর্ছনা। নীলাভ আলো–আধাঁরিতে উঠত শরীরী হিল্লোল। সঙ্গে চলত দেদার মদ্যপান। ভাগ ভাগ করা ঘরে ঢুকে যেত স্বল্প–বসনা নারীরা। তারপর সেখানে প্রবেশ করত যুবকরা। নষ্ট রাতের দুনিয়া যেন এখানেই ধরা দিত। এই বাড়িতেই রাত বাড়লে বসত মধুচক্রের আসর। কখনও শোনা যেত শীৎকার। আর ভোরের আলোয় সব পরিষ্কার হয়ে যেত। কোনও চিহ্ন থাকত না। এটা ছিল নিত্যদিনের ঘটনা। বাড়ির মালিককে জানিয়ে ফল হচ্ছিল না। অবশেষে শনিবার বালুরঘাটের এই বাড়িতে চড়াও হল গ্রামবাসীরা। ভাঙচুর–ঘেরাও করে দুই যুবতী–সহ মোট ৬ জনকে পুলিশের হাতে তুলে দিল।

স্থানীয় সূত্রে খবর, এই এলাকার একটি বাড়িতে অপরিচিত যুবক–যুবতীদের আনাগোনা বাড়ছিল। শনিবার এই বাড়িতে বেশ কয়েকজন যুবক মোটরবাইক ও স্কুটি নিয়ে আসে। তারপরে দু’জন যুবতীকেও ঢুকতে দেখা যায়। তখনই গ্রামবাসীরা চড়াও হয়। গোটা বাড়ি ঘিরে রাখেন। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। পুলিশ এসে ৬ জনকে আটক করে।

পুলিশ সূত্রে খবর, এই প্রথম এমন খবর মিলল। প্রায় দিন রাতেই এখানে মধুচক্রের আসর বসত বলে স্থানীয়দের অভিযোগ। সঙ্গে চলত মদ্যপান। এভাবে এখানে রোজগার চলছিল। এমনকী এই কাজের সুযোগ করিয়ে দিয়ে অর্থ উপার্জন করত ওই বাড়ির মালিক। মাদকের আসর বসত। এলাকায় খারাপ প্রভাব পড়ছিল বলেই গ্রামবাসীরা সোচ্চার হন।

আটক হওয়া বেশ কয়েকজন যুবতী ভিন জেলার। এমনকী বড় পরিবারের সদস্যও। যুবকরাও ভাল পরিবারের বলে খবর। তবে সবাই নয়। এই বিষয়ে ডিএসপি সদর সোমনাথ ঝাঁ বলেন, ‘‌গ্রামবাসীরা ওই ৬ জনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। যে অভিযোগগুলি উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের জিজ্ঞাসাবাদ কা হচ্ছে।’‌

বন্ধ করুন