কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ২ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখপাত্র কুণালের অভিযোগ সেই কর্মসূচিতে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।
তিনি বলেন,' ২ অক্টোবর দিল্লিতে আমাদের ধর্না কর্মসূচি। সেই কর্মসূচিকে সামনে রেখেই আমাদের তরফ থেকে নিয়মমাফিক একটি আবেদন জমা দেওয়া হয়েছিল দিল্লি পুলিশের কাছে। সেই আবেদনে বলা হয়, ২ অক্টোবর আমাদের মূল কর্মসূচি। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দান পাওয়ার আবেদন করেছিলাম।'
কেন রামলীলা ময়দান চেয়েছিলেন, তা জানিয়ে কুণাল বলেন,'ধর্না কর্মসূচিতে যোগ দিতে আসা কর্মীদের রামলীলা ময়দানেই থাকার বন্দোবস্ত করা হত। শুধুমাত্র রাজনৈতিক কারণে দিল্লি পুলিশ আমাদের অনুমতি দেয়নি।'
গত ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে 'দিল্লি চলোর' ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সেই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কেও থাকার আবেদন জানিয়েছিলেন তিনি। কুণাল এদিন বলেন,'২৩ অগস্ট আমরা আইনমাফিক আবেদন করেছিলাম। ২৮ অগস্ট আমাদের একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, আরও আগে থেকে এর জন্য বুকিং করা উচিত ছিল। যে হেতু আগে থেকে বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল সে হেতু আপনাদের আর অনুমতি দেওয়া যাবে না।'
একেই তৃণমূল মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন। তিনি বলেন,'আমরা মনে করছি, এ ভাবে বাংলার প্রতিবাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা হচ্ছে। বাংলার ন্যায্য পাওনা, বাংলার হকের টাকার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে শামিল হওয়ার কথা। তাঁদের আটকানোর জন্য এটা করা হয়েছে।'