দল থেকে গ্রেফতার হতেই ফের একবার ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে সক্রিয় হল পুলিশ। রাতারাতি আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হল মামলা। যার জেরে ফের একবার আরাবুলের গ্রেফতারি নিয়ে ভাঙড়ে জল্পনা শুরু হয়েছে। ওদিকে শুক্রবার সন্ধ্যায় সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পর থেকে মুখে কুলুপ এঁটেছেন আরাবুল। কোনও প্রতিক্রিয়া দেননি তাঁর ছেলে হাকিমুলও।
ভাঙড়ের রাজনীতিতে নিজের মাটি ফেরত পেতে যখন মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন আরাবুল ইসলাম, ঠিক তখনই তাঁকে সাসপেন্ড করেছে দল। তবে এবারই প্রথম নয়। আরাবুলকে সাসপেন্ড করেও এর আগে তাঁকে ফিরিয়ে নিয়েছে তৃণমূল। সেকথা মাথায় রেখে এবার সাসপেনশনের পরে প্রকাশ্যে টুঁ শব্দটি করেননি আরাবুল। তবে পরিস্থিতি যে বদলে গিয়েছে তা টের পাওয়া যায় শুক্রবার রাত বাড়লে। জানা যায় ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিজয়গড় থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে উত্তেজনা ছড়ানোর ঘটনায় আরাবুল, তাঁর ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে। ভাঙচুর, সরকারি কাজে বাধাসহ একাধিক অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে। এর পরই আরাবুলের গ্রেফতারি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভাঙড়জুড়ে।
সব চেয়ে করুণ অবস্থা আরাবুলের ঘনিষ্ঠ অনুগামীদের। আরাবুলকে তৃণমূল সাসপেন্ড করায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন তাঁরা। অনেকেই মনে করছেন আরাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন। ইতিমধ্যে তাদের অনেকে শওকত অনুগামী নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলেও সূত্রের খবর।