পশ্চিমবঙ্গে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। তবে বরাতজোরে এবার গুলি কারও দেহে লাগেনি। ঘটনা মালদার মহদিপুর সীমান্তের। ঘটনায় ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ উদ্ধার হয়েছে বন্দুক ও কার্তুজ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মহদিপুর লাগোয়া সাইলাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে কাশির ওষুধ পাচার করছিল কিছু দুষ্কৃতী। খবর পেয়ে সেখানে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ততক্ষণে প্রচুর পরিমাণে ফেনসিডিল নিয়ে সীমান্তের খুব কাছে পৌঁছে গিয়েছে পাচারকারীরা। পুলিশ আধিকারিকরা তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দেন। কিন্তু আত্মসমর্পণ করার বদলে গুলি চালায় তারা। তবে এযাত্রায় গুলি কারও গায়ে লাগেনি। দুষ্কৃতীদের গুলির মুখেও রণে ভঙ্গ দেননি পুলিশ আধিকারিকরা। তারা ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেন। তবে দুষ্কৃতীরা কত রাউন্ড গুলি চালিয়েছে তা জানা যায়নি। ধৃতদের নাম মিঠুন শেখ ও মধু মণ্ডল বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ১টি সেভেন এমএম দেশি পিস্তল। ২টি তাজা রাউন্ড ও ১টি ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
গত কয়েক মাস ধরেই মালদার বৈষ্ণবনগরের শুকদেবপুর সীমান্তে বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়ে প্ররোচনা দিয়ে চলেছে বাংলাদেশ। এদিন যে সালাইপুরে পুলিশকে লক্ষ্য করে পাচারকারীরা গুলি চালিয়েছে তা শুকদেবপুর থেকে বেশি দূরে নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় ফের স্পষ্ট হল পাচারকারীদের মদত দিতেই শুকদেবপুর সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। পাচার বন্ধে অবিলম্বে গোটা ভারত - বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা।