দূরপাল্লার ট্রেনের মধ্যে মিলল মহিলার রক্তাক্ত দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেসের একটি কামরা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। ট্রেনটি উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর স্টেশনে দাঁড়িয়েছিল। হাওড়ার উদ্দেশ্যে ছাড়ার আগেই ওই ট্রেন থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ওই মহিলার নাম চম্পা দেবী৷
রেল পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি উত্তরপ্রদেশে। প্রতিদিনের মতো এদিনও ট্রেন ছাড়ার আগে কামরা পরিষ্কার করছিলেন রেলের সাফাই কর্মী কালাচাঁদ বাশফোঁড়। সেই সময় তার নজরে আসে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। এই অবস্থায় মহিলার দেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ওই সাফাইকর্মী। তড়িঘড়ি তিনি রেল পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সাফাইকর্মী কালাচাঁদ বাশফোঁড় জানান, এক্সপ্রেসটি পৌনে ৬টা নাগাদ রাধিকাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল। কামরা পরিষ্কার করার সময় দেখি। মহিলার দেহে এবং চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার বাঁ চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। কাটা দাগ রয়েছে।’ এই ঘটনায় খুনের তত্ত্ব উঠে আসছে। যদিও সে বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। তবে তার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। মহিলার কাছে থাকা একাধিক নথি এবং বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই তবেই তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনায় তদন্ত শুরু করেছে জিআরপি। এদিকে এই ঘটনার জেরে রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে।