পোস্ট অফিসের কুয়ো থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি বাঁকুড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কেন্দুয়াডিহি এলাকার। গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। অবশেষে বৃহস্পতিবার সকালে ওই কুয়োর মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সোমনাথ সরেন (৪৫)। তিনি খাতরার দামোদরপুর এলাকার বাসিন্দা। মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি। পরিবারের সঙ্গে থাকতেন তিনি। তবে মঙ্গলবার আচমকা তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তারপরে পরিবারের সদস্যরা আর তাঁকে খুঁজে পাননি। শেষে থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে আজ সকালে ওই কুয়োর মধ্যে ঝুলন্ত অবস্থায় সোমনাথকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর রাজু লোহার। মৃতের বৌদি কল্যাণী বালা সরেন জানান, দুদিন আগে তাঁর দেওর নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান মেলেনি। এদিন ওই ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পরে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। সোমনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট নয় পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান, তিনি আত্মহত্যা করতে পারেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানা পুলিশ।