বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Drowning in Hooghly river: হুগলি নদীতে তলিয়ে গিয়েছিল ২ বোন, ৩ দিনের মাথায় মিলল একজনের দেহ

Drowning in Hooghly river: হুগলি নদীতে তলিয়ে গিয়েছিল ২ বোন, ৩ দিনের মাথায় মিলল একজনের দেহ

শিশুর দেহ উদ্ধার।

উদ্ধার হওয়া শিশুর দেহটি শনাক্ত করেছেন পরিবারের লোকেরা। ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো পাঠিয়েছে পুলিশ। তারপরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, আতিফার ৮ বছরের দিদি সীতারা নাজ এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার জেটি ঘাটে তলিয়ে যাওয়া দুই বোনের মধ্যে একজনের দেহ উদ্ধার হল। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার কাছ থেকে আতিফা পারভিনের (৬) দেহ উদ্ধার হয়েছে। তলিয়ে যাওয়া দুই বোনের মধ্যে আতিফাই ছিল ছোট। সকালে ওই শিশুর দেহ ভেসে উঠতে দেখেন সুতাহাটার বাসিন্দারা। খবর পেয়ে দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবারে নিয়ে যায় পুলিশ।

ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে তলিয়ে গেল দুই বোন!

উদ্ধার হওয়া শিশুর দেহটি শনাক্ত করেছেন পরিবারের লোকেরা। ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো পাঠিয়েছে পুলিশ। তারপরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে, আতিফার ৮ বছরের দিদি সীতারা নাজ এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহটি শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যজনের উদ্ধারে এখনও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুই বোন তপশিয়ার পঞ্চানন তলার বাসিন্দা। বাবা জাকির হোসেন ও পরিবারের অন্য সদস্যের সঙ্গে তারা ঘুরতে গিয়েছিল। রবিবার সন্ধ্যায় কুঁকড়াহাটি থেকে ভেসেলে করে ডায়মন্ড হারবার জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ডায়মন্ড হারবার জেটি ঘাটে ভেসেলটি নোঙর করে। ওই ভেসেলের সামনে ছিল আরও একটি ভেসেল। তবে দুটি ভেসেলের মাঝখানে কিছুটা ফাঁক ছিল। এরপর দুই বোন ভেসেল থেকে নামতে গিয়ে সেই ফাঁক দিয়ে হুগলি নদীতে পড়ে গিয়েছিল।

বন্ধ করুন