বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্টিয়ারিংয়ে হাত, ঘোর লেগে যায় চোখে, জাতীয় সড়কে চা, জল খাওয়াচ্ছে পুলিশ

স্টিয়ারিংয়ে হাত, ঘোর লেগে যায় চোখে, জাতীয় সড়কে চা, জল খাওয়াচ্ছে পুলিশ

কলকাতায় ট্রাফিক পুলিশের উদ্যোগেও এই ধরনের চা জল খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ফাইল ছবি।সৌজন্যে ফেসবুক কলকাতা ট্রাফিক পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফরাক্কায় দুর্ঘটনায় বিধায়কের গাড়ির চালকের মৃত্য়ু হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অটো উলটে মৃত্য়ু হয়েছে তিনজনের।

নিঝুম রাত। জাতীয় সড়ক ধরে হু হু করে ছুটে চলেছে ট্রাক। যতটা সম্ভব ফাঁকা রাস্তায় একটু টেনে চালানোর চেষ্টা। হাতে ধরে থাকা স্টিয়ারিং। তবে একভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে এই সময়টাতে কেমন যেন ঘোর লেগে যায় চোখে। এর উপর কুয়াশা, চারদিক ভালো করে দেখা যায় না। আর সেই সময়ই দুর্ঘটনা এড়াতে এগিয়ে এল পুলিশ। জঙ্গিপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাতে গাড়ি থামিয়ে চালকদের চা, ঠান্ডা জল খাওয়ানোর উদ্যোগ নিল পুলিশ। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্যও তাদের পরামর্শ দেওয়া হচ্ছে। 

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ফরাক্কায় দুর্ঘটনায় বিধায়কের গাড়ির চালকের মৃত্য়ু হয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অটো উলটে মৃত্য়ু হয়েছে তিনজনের। সেকারণেই আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। দুর্ঘটনা এড়াতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। গভীর রাতে স্টিয়ারিংয়ে হাত রেখে অনেক সময় ঝিমুনি আসে চালকদের। সেই প্রবণতা ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিতে পারে। সেকারণে এবার তাদের সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাড়ি থামিয়ে তাদের ঘুম ছাড়ানোর জন্য চা ও জল দেওয়া হচ্ছে। তবে এর আগেও বিভিন্ন জাতীয় সড়কে শীতের রাতে পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। পুলিশের এই উদ্যোগে খুশি গাড়ি চালক ও স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, এই ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চলবে। 

 

বন্ধ করুন