তৃণমূল বিধায়কের সামনে পুলিশের বিরুদ্ধে টাকার বিনিময়ে মদ – জুয়া - সাট্টা চালাতে দেওয়ার অভিযোগ তুললেন দলেরই নেতা। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত মণ্ডল। বিধায়ক ফিরদৌসি বেগমের সামনেই চাঞ্চল্যকর এই অভিযোগ করেন তিনি। অস্বস্তি এড়াতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধায়ক।
মঙ্গলবার সন্ধ্যায় পথসভায় হাজির ছিলেন মন্ত্রী শুভাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমসহ দলের স্থানীয় নেতারা। তাদের সামনেই খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলি সদস্য সঞ্জয় মণ্ডল বলেন, ‘সব পুলিশ খারাপ আমি বলব না। তবে কিছু কিছু পুলিশ মদ, সাট্টা ও জুয়ার ঠেক থেকে টাকা নিয়ে চলে যায়। একটা ঠেকও বন্ধ হয়নি। রমরমিয়ে ঠেক চলছে। যার জেরে বহিরাগত দুষ্কৃতীরা এলাকায় আসছে। দুষ্কৃতীমূলক কাজ-কর্ম বেড়ে যাচ্ছে। বারবার নরেন্দ্রপুর থানার আইসিকে জানিয়েও এলাকায় মদ, সাট্টা ও জুয়ার ঠেক বন্ধ হয়নি।’
‘চাকরি দিতে পারেন কেবল মা জগদ্ধাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’, মন্তব্য মিত্র মদনের
এই নিয়ে সভা শেষে ফিরদৌসি বেগমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি গোটা বিষয়টি শুনলাম। এই বিষয়ে আমাদের দৃষ্টি দিতে হবে। স্মারকলিপি জমা দিয়ে এসপি ম্যাডামের সঙ্গে আলোচনা করব’।