জয়নগরের নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রবিবার আরামবাগের পুড়শুড়ায় ত্রাণ বিলি করতে গিয়ে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবার নাম বলেন তিনি। সঙ্গে তিনি দাবি করেন, ধর্ষক মুসলমান বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে বাঁচানোর চেষ্টা করছে।
আরও পড়ুন - ‘দোষীদের ফাঁসি দেওয়া হোক’ জয়নগর কাণ্ডে পথে নেমে দাবি নির্যাতিতার ‘দিদিমণি’র
পড়তে থাকুন - ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়নগরের নির্যাতিত শিশুর বাবার নাম প্রকাশ করে দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘নির্যাতিতার বাবাকে আমরা পূর্ণ সহযোগিতা করছি। বিল্বদল ভট্টাচার্যকে আইনজীবী হিসাবে নিয়োগ করা হয়েছে। ধর্ষণ ও পকসো আইনের ধারা দেয়নি বলে পুলিশে আজ আদালত নিন্দা করেছে। আবার প্রমাণ হল, যেহেতু একটি মুসলিম ছেলে গ্রেফতার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ককে বাঁচানোর জন্য তার পুলিশ এই কাজ করেছে।’
আরও পড়ুন - ধর্ষিতাকে থানায় ডেকে অভিযোগ তোলার জন্য হুমকি দিচ্ছে পুলিশ!
জয়নগরের ঘটনায় পকসো আইনের ধারা প্রয়োগ না করায় রবিবার পুলিশকে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এই ঘটনায় পকসোর ধারা যে যুক্ত করা দরকার তা তো স্বাভাবিক বুদ্ধিতে বোঝায় যায়। কেন পুলিশ পকসোর ধারা যোগ করেনি। সুরতহাল রিপোর্টে যা লেখা আছে তা খোলা আদালতে বলা যাবে না। অবিলম্বে এই মামলায় পকসোর ধারা যোগ করে মামলা বারুইপুরের পকসো আদালতে পাঠানো হোক। সেখানেই এর বিচার হবে।