গ্রামের ওপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার বিরোধিতা করায় গ্রামবাসীদের ওপর বেদম লাঠি চালাল পুলিশ। শনিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ফরাক্কা। গ্রামবাসীদের দাবি, ঘনবসতিপূর্ণ ওই এলাকার ওপর দিয়ে হাই টেনশন তার নিয়ে যাওয়া চলবে না।
ফরাক্কার ওই এলাকার ওপর দিয়ে তৈরি হয় আদানি গোষ্ঠীর ভারত – বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। শনিবার হাইটেনশন তারের টাওয়ার তৈরির জন্য জমি সমীক্ষা করতে আসেন আদানি গোষ্ঠীর আধিকারিকরা। অভিযোগ, সেই সময় তাঁদের বাধা দেন গ্রামবাসীরা। তাদের দাবি, ওই এলাকার মানুষ আম, লিচুর মতো ফসলের ওপর নির্ভরশীল। হাই টেনশন তার গেলে ফলন মার খাবে। এই অভিযোগে আদানি গোষ্ঠীর কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। বিক্ষোভ হঠাতে ব্যাপক লাঠি চালায় ফরাক্কা থানার পুলিশ। লাঠির ঘায়ে বেশ কয়েকজনের মাথা ফেটেছে বলে অভিযোগ। তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনকারীদের কথায়, পুলিশ আদানি গোষ্ঠীর পোষা গুন্ডার মতো কাজ করছে। আমরা তার অন্য জায়গা থেকে নিয়ে যেতে বলছি। কিন্তু জোর করে আমাদের এলাকা দিয়েই তার নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।