বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Russian engineer dead body: খড়্গপুরের গেস্ট হাউসে রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Russian engineer dead body: খড়্গপুরের গেস্ট হাউসে রাশিয়ান ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাশিয়ান ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধার। (প্রতীকী ছবি)

রাশিয়ান ইঞ্জিনিয়ার লৌহ ইস্পাত কারখানা রেশমি মেটালিক্সের অতিথি ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। সেই সূত্রে তিনি খড়গপুরে এসেছিলেন। এখানে এসে একটি গেস্ট হাউস ছিলেন। শুক্রবার সকালে ঘরের ভিতরে তার নিথর দেহ পাওয়া যায়।

খড়্গপুরে রাশিয়ান ইঞ্জিনিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। শুক্রবার সকালে খড়্গপুরের একটি গেস্ট হাউস থেকে ওই রাশিয়ান ইঞ্জিনিয়ারের অচৈতন্যদেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ইঞ্জিনিয়ারের নাম রুসলান গাটাউলিন (৬০)। তার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, রাশিয়ান ইঞ্জিনিয়ার লৌহ ইস্পাত কারখানা রেশমি মেটালিক্সের অতিথি ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। সেই সূত্রে তিনি খড়গপুরে এসেছিলেন। এখানে এসে একটি গেস্ট হাউস ছিলেন। শুক্রবার সকালে ঘরের ভিতরে তার নিথর দেহ পাওয়া যায়। কীভাবে ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখার্জি বলেন, ‘ময়নাতদন্তের পরই তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে। আমরা তার দেহ পাঠানোর ব্যবস্থা করছি।’ রেশমি মেটালিক্সের মেডিক্যাল অফিসার নির্মল দে জানান, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় রাশিয়ায় নিহতের পরিবারকে বিষয়টি জানিয়েছি। আমরা বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ কমিশনারকেও জানিয়েছি।’

ওই কারখানার এক আধিকারিক জানিয়েছেন, কয়েকদিন আগে রুসলান-সহ আরও দুজন এখানে এসেছিলেন। তাঁরা তিনজনে মিলে গেস্ট হাউসে ছিলেন। বছর ষাটের ওই ইঞ্জিনিয়ারকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। ওই ইঞ্জিনিয়ারের তিন সঙ্গীকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

বন্ধ করুন