বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Siliguri: বাইকে পাচার করার আগেই শিলিগুড়িতে উদ্ধার দুর্লভ প্রজাতির কচ্ছপ

Siliguri: বাইকে পাচার করার আগেই শিলিগুড়িতে উদ্ধার দুর্লভ প্রজাতির কচ্ছপ

উদ্ধার হওয়া কচ্ছপ। নিজস্ব ছবি।

আজ সকালে বাইকে করে একজন কচ্ছপটি নিয়ে যাচ্ছিল। রবীন্দ্রনগর মোড়ে রাস্তা পার করার সময় কচ্ছপটি কোনওভাবে বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা তা দেখতে পেয়ে সেখানে ছুটে যান। তবে তার আগেই বাইক চালক সেখান থেকে পালিয়ে যায়। কচ্ছপটি উদ্ধার করে প্রথমে স্থানীয়রা কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান।

পাচারের আগেই উদ্ধার হল দুর্লভ প্রজাতির কচ্ছপ। পাচারের উদ্দেশ্যে বাইকে করে কচ্ছপটি নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই রাস্তায় পড়ে যায় প্রাণীটি। পাচারকারীকে পুলিশ ধরতে না পারলেও কচ্ছপটি উদ্ধার হয়েছে। বুধবার শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকায় এই কচ্ছপটি পড়ে থাকতে দেখা যায়। পরে প্রাণীটিকে বনদফতরের হাতে তুলে দেন স্থানীয়রা।

স্থানীয় কাউন্সিলর কুন্তল রায় জানান, আজ সকালে বাইকে করে একজন কচ্ছপটি নিয়ে যাচ্ছিল। রবীন্দ্রনগর মোড়ে রাস্তা পার করার সময় কচ্ছপটি কোনওভাবে বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা তা দেখতে পেয়ে সেখানে ছুটে যান। তবে তার আগেই বাইক চালক সেখান থেকে পালিয়ে যায়। কচ্ছপটি উদ্ধার করে প্রথমে স্থানীয়রা কাউন্সিলরকে ফোন করে বিষয়টি জানান। তিনি নিজে ঘটনাস্থলে যান। সেইসঙ্গে পুলিশ এবং বনদফতরকে বিষয়টি জানান। পরে পুলিশের তরফ থেকে বনদফতরকে কচ্ছপটি তুলে দেওয়া হয়।

কাউন্সিলর কুন্তল রায় জানান, এই ধরনের দুর্লভ প্রজাতির কচ্ছপ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে। বাইক আরোহীকে ধরা না গেলেও পুলিশের সাহায্য নিয়ে সিসিটিভির মাধ্যমে তদন্ত করার জন্য পুলিশকে আবেদন করা হবে বলে তিনি জানান। প্রসঙ্গত, কয়েকদিন আগেই হাকিমপাড়ার একটি বাড়ি থেকে দুটি কচ্ছপ উদ্ধার করেছিল বনদফতর। সেই কচ্ছপ দুটিও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই ঘটনার সঙ্গে এদিন কচ্ছপ উদ্ধারের কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও বন দফতর। কোথায় কচ্ছপ পাচার করার উদ্দেশ্য ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন