বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bankura news: নিজের পোল্ট্রি ফার্ম থেকে নিঁখোজ হয়েছিলেন যুবক, ৪ দিনের মাথায় উদ্ধার মৃতদেহ!

Bankura news: নিজের পোল্ট্রি ফার্ম থেকে নিঁখোজ হয়েছিলেন যুবক, ৪ দিনের মাথায় উদ্ধার মৃতদেহ!

মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়তার অভিযোগে পথ অবরোধ গ্রামবাসীদের। নিজস্ব ছবি

গত ২২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন সুমন। ওই দিন গ্রামেরই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এলাকায় তাঁর নিজের একটি পোল্ট্রি ফার্ম আছে। বিয়ে বাড়ি থেকে সোজা সেখানে ফিরে এসেছিলেন ওই যুবক। এরপর রাতভর আর বাড়ি ফেরেননি। ঘটনায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

নিজের পোল্ট্রি ফার্ম থেকে আচমকাই নিখোঁজ হয়েছিলেন যুবক। সেই ঘটনার ৪ দিনের মাথায় উদ্ধার হল যুবকের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা। মৃত যুবকের নাম সুমন দে (২৩)। বাঁকুড়া জেলার বেলিয়াতোড় থানার অন্তর্গত মারখা গ্রামের বাসিন্দা ওই যুবক। এই ঘটনায় খুনের অভিযোগ এনেছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন সুমন। ওই দিন গ্রামেরই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এলাকায় তাঁর নিজের একটি পোল্ট্রি ফার্ম আছে। বিয়ে বাড়ি থেকে সোজা সেখানে ফিরে এসেছিলেন ওই যুবক। এরপর রাতভর আর বাড়ি ফেরেননি। ঘটনায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাঁরা বিয়ে বাড়িতে খোঁজ নেওয়ার পর সেই পোল্টি ফার্মে গিয়ে দেখেন সুমনের জুতো এবং মোবাইল পড়ে আছে, কিন্তু তাঁর কোনও খোঁজ নেই। অনেক জায়গায় খোঁজ চালানোর পরও সুমনের কোনও সন্ধান না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তাঁরা বেলিয়াতোড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে আজ শনিবার সেই পোল্ট্রি ফার্মের পাশের একটি ডোবা থেকে সুমন দে’র পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রামবাসী ও পরিবারের দাবি, খুন করা হয়েছে সুমনকে। মৃতদেহ উদ্ধারের পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে পথ অবরোধ করে গ্রামবাসীরা। এই ঘটনায় ন্যায্য বিচার চেয়ে অবরোধকারী গ্রামবাসীরা জানান, প্রয়োজনে জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে এসে এর বিচার করুক। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনের মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এটা খুন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা জানার জন্য পুরো বিষয়টি খতিয়ে দেখছে বেলিয়াতোড় থানার পুলিশ।

বন্ধ করুন