হোটেলের ঘর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বিটি সরকার রোডের একটি হোটেলে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম জয়ন্ত রায়। জানা গিয়েছে, ওই যুবক কলকাতার সল্টলেকের করুণাময়ীর বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছেন ওই যুবক। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যুবক পুরুলিয়ার ঝালদায় কাজে গিয়েছিলেন। তখন তিনি ওই হোটেলের একটি ঘরে ভাড়া ছিলেন। গত ৭ এপ্রিল তিনি ওই হোটেলে ওঠেন। মঙ্গলবার থেকে হোটেলের ঘরের দরজা বন্ধ থাকায় কর্মীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও তারা ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছিল ওই যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন তবে এই আত্মহত্যার পিছনে কী কারণ রয়েছে তা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে তাঁর মৃত্যুর ঘটনায় অন্য কোনও রহস্য রয়েছে কিনা তাও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কী কাজে পুরুলিয়া গিয়েছিলেন সে বিষয়টিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে যুবকের দেহের বাইরে আঘাতে কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরপর যুবকের দেহ তাঁর পরিবারের সদস্যরাতে তুলে দেওয়া হবে। এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে যুবকের পরিবারে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup