বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাটিতে হাঁটু গাড়া অবস্থায় গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার যুবকের,খুন না আত্মহত্যা?

মাটিতে হাঁটু গাড়া অবস্থায় গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার যুবকের,খুন না আত্মহত্যা?

মাটিতে হাঁটু গাড়া অবস্থায় গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার যুবকের, খুন না আত্মহত্য। প্রতীকী ছবি।

মৃত যুবকের নাম মদন সরকার। তিনি ফালাকাটা ব্লকের নটাহাড়া এলাকার বাসিন্দা।

ধূপগুড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। তাঁর মৃতদেহ যে অবস্থায় উদ্ধার হয়েছে তা ভাবাচ্ছে পুলিশকে। মৃতদেহ উদ্ধারের সময় দেখা যায়, মাটিতে হাঁটু গাড়া অবস্থায় রয়েছে ওই যুবকের দেহ, অথচ গলায় ফাঁস লাগানো রয়েছে। তাতেই খুনের সন্দেহ দানা বেঁধেছে। যদিও এ নিয়ে এখনই কিছু বলতে চাইছে না পুলিশ। তবে এটা যে স্বাভাবিক মৃত্যু নয় বা আত্মহত্যা নয় সে বিষয়ে অনেকটাই নিশ্চিত পুলিশ। ইতিমধ্যেই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই যুবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ মনে করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম মদন সরকার। তিনি ফালাকাটা ব্লকের নটাহাড়া এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বারহালিয়া গ্রামে। এই এলাকাটি মৃত যুবকের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। সাধারণত ডুডুয়া নদী পার করে নটাহারা থেকে বারহারিয়া গ্রামে যাওয়া যায়। আজ সকালে ফাঁকা জমিতে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয় এক মহিলা। তিনি প্রথমে এলাকাবাসীদের এ বিষয়টি জানান। পরে যুবকের পরিবারের কাছে খবর যায়।

যুবকের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, গতকাল রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই যুবক। তারপরে আর ঘরে ফেরেনি। কেনই বা নদী পার করে ওই যুবক সেখানে গিয়েছিল তা কিছুতেই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের দাবি, তাকে খুন করা হয়েছে। এখন ওই যুবক খুন হয়ে থাকলে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত? কেনই বা তাকে খুন করা হয়েছে? তা সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।

বন্ধ করুন