বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bomb recovered from Bhatpara: ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের

Bomb recovered from Bhatpara: ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ, একে অপরকে নিশানা পার্থ-অর্জুনের

ভাটপাড়ায় উদ্ধার তাজা বোমা, নিষ্ক্রিয় করল পুলিশ

পুলিশের তরফে  দাবি করা হয়েছে, বোমা মজুত থাকার খবর পেয়ে তৎপরতার সঙ্গে ওই জায়গা ঘিরে ফেলে ভাটপাড়া থানার পুলিশ। এরপর বারাকপুর সিটি পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করেছে। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার দিঘির পাড় এলাকা থেকে তল্লাশি চালিয়ে ৪০ টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। 

লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। তার মধ্যেই প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার হল বারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া থানা এলাকায়। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতেই এই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। এই ঘটনার ভিত্তিতে একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক একে ওপরের বিরুদ্ধে বোমা রাখার অভিযোগ পালটা অভিযোগ করেছেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগে ভূপতিনগরে প্রচুর বোমার মশলা উদ্ধার!

প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং একটি পোস্ট করে দাবি করেছিলেন, পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে তিনি প্রচুর পরিমাণে বোমা মজুত থাকার বিষয়টি অবগত করেছিলেন। তা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। বোমাগুলি সেখানেই পড়ে রয়েছে। এরফলে মানুষ পুলিশের ওপর আস্থা হারাচ্ছে। এরপরেই অর্জুন সিংয়ের পোস্টটিকে ট্যাগ করে পুলিশের তরফে পালটা একটি বিবৃতি দিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করার পাশাপাশি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তের কথা জানানো হয়।

পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে দাবি করা হয়েছে, বোমা মজুত থাকার খবর পেয়ে তৎপরতার সঙ্গে ওই জায়গা ঘিরে ফেলে ভাটপাড়া থানার পুলিশ। এরপর বারাকপুর সিটি পুলিশের বোম ডিসপোজাল স্কোয়াড সেগুলি নিষ্ক্রিয় করেছে। উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার দিঘির পাড় এলাকা থেকে তল্লাশি চালিয়ে ৪০ টি তাজা বোমা উদ্ধার করে ভাটপাড়া থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (নর্থ) গণেশ বিশ্বাস। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কে বা কারা বোম রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে।

এদিকে বোমা উদ্ধার ঘিরে বারাকপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশ এবং নির্বাচন কমিশনকে তিনি দুদিন আগে এই বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘পার্থ ভৌমিকের দুই অনুগামী সেখানে বোমা মজুত রেখেছিল। আমার মনে হয় ওখানে ১০০ এর বেশি বোমা রাখা হয়েছিল।’

অন্যদিকে, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক গারুলিয়ায় ভোটের প্রচারের ফাঁকে বলেন, ‘যত বোমা পাওয়া যাচ্ছে পুলিশ সব উদ্ধার করছে। এই সব বোমা আসলে অর্জুনের। ওর সব বোম উদ্ধার হচ্ছে ওর সব মস্তানি এবার শেষ। এবার অর্জুনের গুন্ডামি শেষ হবে।’ জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও বলেন, ‘এসব বোমা অর্জুনের। পুলিশ যেহেতু চিরুনি তল্লাশি চালাচ্ছে তাই ধরা পড়ার অর্জুন নিজেই জানিয়ে দিচ্ছে কোথায় বোম আছে।’

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.