বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bishnupur TMC leader Murder: বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, আটক ৩

Bishnupur TMC leader Murder: বিষ্ণুপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় ৫ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ, আটক ৩

নিহত তৃণমূল নেতা সাধন মণ্ডল। 

রবিবার রাতের ওই হত্যাকাণ্ডের পর থেকে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। যদিও তা অস্বীকার করেছে গেরুয়াশিবির। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। আঁধারমানিক অঞ্চলের সভাপতি পিন্টু সর্দারের অভিযোগ, ‘এর আগে বেশ কয়েকবার ওই তৃণমূল নেতাকে হুমকি দেওয়া হয়েছে।

রবিবার রাত ৯টা নাগাদ চায়ের দোকানে গুলি করে খুন করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের তৃণমূল নেতা সাধন মণ্ডলকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরজেরে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। সেই ঘটনায় পুলিশ পাঁচ বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। অভিযুক্তদের নাম হল শুভাশিস মণ্ডল, স্বপন মণ্ডল, তাপস মণ্ডল, অরুন মণ্ডল ও স্বরুপ মণ্ডল। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় তিন জনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ বিজেপি কর্মী এলাকারই বাসিন্দা। সাধনের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সাধনের পরিবারের সদস্যদের অভিযোগ, তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। সেই কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে তাঁকে খুন করা হয়েছে।

রবিবার রাতের ওই হত্যাকাণ্ডের পর থেকে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। যদিও তা অস্বীকার করেছে গেরুয়াশিবির। তাদের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।আঁধারমানিক অঞ্চলের সভাপতি পিন্টু সর্দারের অভিযোগ, ‘এর আগে বেশ কয়েকবার ওই তৃণমূল নেতাকে হুমকি দেওয়া হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে বহুবার চাপ দেওয়া হচ্ছিল। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন তাই তাঁকে বিজেপি দলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু, বিজেপিতে যোগ দিয়ে অস্বীকার করায় তাঁকে খুন করা হয়েছে।’ তবে এই অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটুর দাবি, ‘এই খুনের ঘটনার জন্য তৃণমূলের গোষ্ঠীকোন্দল দায়ী। বিজেপির সঙ্গে এর কোনও যোগ নেই।’ তাঁর আরও দাবি, ‘ওই এলাকার কয়েকজন তৃণমূল নেতাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার অশান্তি চলছিল। সুতরাং বোঝায় যাচ্ছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত দোষীদের খুঁজে পাবে।’

অন্যদিকে, এবিষয়ে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তিনি বলেন, ‘সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে মানুষের মনে ভয় ধরাতে চাইছে বিজেপি। আগে যেটা সিপিএম করত এখন সেটা করছে বিজেপি। ওই এলাকায় তৃণমুলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। খুনের ঘটনার পরেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

বক্স অফিসেও 'কালা জাদু' করেছে শয়তান, তাঁকে আটকানো দায়! ২১ দিনের মাথায় ছবির আয় কত বাইডেন-ট্রাম্পের মামলায় নজর দিন, কেজরিকাণ্ডে নাক গলানো আমেরিকাকে 'পাঠ' বিজেপির 'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.