বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাঝরাতে মাঝ নদীতে অভিযান! ৫ নৌকায় তল্লাশি চালাতেই উদ্ধার ৮ লিটার চোলাই

মাঝরাতে মাঝ নদীতে অভিযান! ৫ নৌকায় তল্লাশি চালাতেই উদ্ধার ৮ লিটার চোলাই

চোরাই উদ্ধারের প্রতীকী ছবি।

ঘটনায় দু'জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

উলুবেড়িয়ার ঘটনার ঠিক পরেই রাতের অন্ধকারে মাঝ নদীতে অভিযান চালাল পুলিশ। অভিযান চালাতেই উদ্ধার হল ৮,০০০ লিটার চোলাই এবং দেশি মদ। শুক্রবার গভীর রাতে হুগলি নদীতে এভাবেই অভিযান চালাল ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ। পাঁচটি নৌকাতে করে এই সমস্ত চোলাই এবং মদ উলুবেড়িয়া থেকে পাচার করা হচ্ছিল। সেই খবর পাওয়া মাত্রই একেবারে মাঝ নদীতে হানা দেয় ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুল দে’র নেতৃত্বে হুগলি নদীতে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচটি নৌকা থেকে উদ্ধার হয়েছে ৪০০ টি জার। প্রতিটি জারে ছিল ২০ লিটার মদ ও চোলাই। ঘটনায় দু'জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম মোহন চক্রবর্তী এবং বিভাস কয়াল। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ধৃতেরা উলুবেড়িয়ার বাসিন্দা। উলুবেড়িয়া থেকে এই চোলাই এবং দেশি মদ নিয়ে তারা অন্যত্র পাচার করছিল। কিন্তু সেই খবর পাওয়ার পরেই ফলতা থানার এলাকার কাছে অভিযানে নামে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশের অনুমান, এই পরিমাণ মদ কুলপির দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল পাচারকারীদের।

ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার সময় বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় আরও কারা কারা জড়িত রয়েছে এবং কাদের পাচার করার উদ্দেশ্য ছিল, সেই সমস্ত তথ্য তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, এই ঘটনার ঠিক আগেই উলুবেড়িয়ার হিরাপুরের একটি গ্রামে পুলিশের সঙ্গে আফগারি দফতরের আধিকারিকরা যৌথভাবে চোলাই বিরোধী অভিযানে নেমেছিলেন। কিন্তু সেইসময় পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে তাদের ঢুকতে বাধা দেয়। যদিও পরে পুলিশ গ্রামে ঢুকে প্রচুর পরিমাণে চোলাই এবং এগুলি তৈরির কাঁচামাল উদ্ধার বাজেয়াপ্ত করে। সেইসময় বেশ কিছু পাচারকারী হুগলি নদীতে নৌকা করে পালিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ। এরপরেই ডায়মন্ডহারবার মহকুমা পুলিশ অভিযান চালিয়ে প্রচুর মদ বাজেয়াপ্ত করে। মিতুল দে জানিয়েছেন, ‘পাঁচটি নৌকা আটক করে ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে।’

বাংলার মুখ খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.