সাঁতরাগাছি সেতু সংস্কারের কাজ চলছে। এরজন্য প্রথমের দিকে যানজট নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিলেও পুলিশের তৎপরতায় আজ মঙ্গলবার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আপাতত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলাচল করায় সোমবার ব্যাপক যানজট দেখা দিয়েছিল। তবে মঙ্গলবার যানজট নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করে পুলিশ। যার ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
শুধুমাত্র কলকাতাগামী ছোট গাড়িগুলিকে সাঁতরাগাছি সেতুর একটি লেন ব্যবহার করতে দেওয়া হচ্ছে। সোমবার ব্যস্ত সময়ে বিদ্যাসাগর সেতু এবং সাঁতরাগাছি স্টেশনের মধ্যে যাতায়াত করতে সময় লেগেছিল প্রায় ২০ থেকে ৩০ মিনিট সময় লেগেছিল। এখন সেই সময় অনেকটাই কম লাগে।
হাওড়া পুলিশ জানিয়েছে, তারা সোমবার বিকল্প রুট দিয়ে আরও যানবাহন সরাতে সফল হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন, আন্দুল রোড দিয়ে পণ্যবাহী যান চলাচল কোনও যানজট ছাড়াই চলেছে। ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণে প্রায় ২০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বিঘ্ন যান চলাচলের সুবিধার্থে সকাল এবং সন্ধ্যায় আন্দুল রোডে টোটো চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়াও, বকুলতলা বাসস্ট্যান্ডও স্থানান্তরিত হবে মৌরিগ্রামে।
তবে সোমবার সপ্তাহের প্রথম দিনে যানজটের সমস্যা দেখা দিয়েছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার ড্রোনের ব্যবহার করেছে পুলিশ। ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে দশ মিনিট অন্তর অন্তর যাতে দু’দিকের গাড়ি ছাড়া হয় সেই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও কিছু ছোট গাড়ি দাশনগর-শানপুরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে বিদ্যাসাগর সেতু মারফত আন্দুল রোড হয়ে কিছু গাড়ি পাঠানো হচ্ছে জাতীয় সড়কে। এর ফলে যানজট এড়ানো অনেকটাই সম্ভব হচ্ছে।