বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Chandannagar Municipality: চন্দননগরের রবীন্দ্রভবনে রাজনৈতিক কর্মসূচি বন্ধ, বিরোধীদের আটকাতেই কি এই সিদ্ধান্ত

Chandannagar Municipality: চন্দননগরের রবীন্দ্রভবনে রাজনৈতিক কর্মসূচি বন্ধ, বিরোধীদের আটকাতেই কি এই সিদ্ধান্ত

চন্দননগর পুরসভা।

প্রেক্ষাগৃহে রাজনৈতিক সভা নিয়ে সম্প্রতি প্রতিবাদ জানিয়ে একের পর এক সমাজকর্মী, নাট্য, সংগীত শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীরা চিঠি দিয়েছেন। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চন্দননগরের প্রাক্তন সিপিএম বিধায়ক ও কাউন্সিলর শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। 

বিভিন্ন প্রেক্ষাগৃহে সাধারণত সাংস্কৃতিক, সামাজিক সভার পাশাপাশি রাজনৈতিক সভার আয়োজন করা হয়ে থাকে। এই দৃশ্যই কার্যত দেখা যায় সমস্ত প্রেক্ষাগৃহে। তবে হুগলির চন্দননগরের রবীন্দ্রভবনে এমনকী তার সামনে স্ট্যান্ডে ও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চন্দননগর পুরসভা। এর পিছনে সাংস্কৃতিক পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বজায় রাখার কারণই জানানো হয়েছে পুর কর্তৃপক্ষের তরফে।

পুরসভার তরকে জানানো হয়েছে, রবীন্দ্রভবন একটি সাংস্কৃতিক ভবন এবং তার সামনের জায়গাটি হেরিটেজ। এই সব কারণে জন্য সেখানে রাজনৈতিক সভা কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চন্দননগর পুরসভার মেয়র জানান, সম্প্রতি মেয়র পরিষদের বৈঠক হয়েছে। তাতে সমস্ত কাউন্সিলররাই ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে রাজনৈতিক সভা নিয়ে সম্প্রতি প্রতিবাদ জানিয়ে একের পর এক সমাজকর্মী, নাট্য, সংগীত শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীরা চিঠি দিয়েছেন। এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চন্দননগরের প্রাক্তন সিপিএম বিধায়ক ও কাউন্সিলর শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘পুরসভা কোনও দলীয় কর্মসূচিও এই প্রেক্ষাগৃহে করতে পারবে না।’ গত বিধানসভা নির্বাচনে চন্দননগরের বিজেপি প্রার্থী ছিলেন দলের রাজ্য নেতা দীপাঞ্জন গুহ। তিনি বলেন, ‘পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক কারণে। তৃণমূলের দল ও সরকার আসলে বিরোধীদলকে আটকাতে চায়। সেই কারণেই ওরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।’

এক তৃণমূল নেতার কথায়, ‘এই রাজনৈতিক বিরোধী দলকে আটকানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। এটা সাধারণ মানুষের স্বার্থে করা হচ্ছে।’ এখানে দলের কোনও ব্যাপার নয় বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন অবশ্য এ বিষয়ে কিছু মন্তব্য করেননি।

বন্ধ করুন