ভোট পরবর্তী হিংসার মামলায় ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তৃণমূল নেতা তথা বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। মঙ্গলবার শেখ সুফিয়ান সহ ৩ জনকে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত।
মঙ্গলবার হলদিয়া আদালতে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে ছিল শেখ সুফিয়ানের জামিনের আবেদনের শুনানি। সেখানে ২ পক্ষের সওয়াল শুনে শেখ সুফিয়ানসহ ৩ জনকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন বিচারক গিরিজা নন্দ জানা। জানান, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন নিতে হবে অভিযুক্তদের। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।
গত ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এর পর নন্দীগ্রামের বিস্তীর্ণ এলাকায় হিংসা ছড়ায়। বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তেমনই এক হামলায় আহত হন চিল্লোগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে।
আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল ও পরে SSKM-এ ভর্তি করা হয় দেবব্রতবাবুকে। সেখানে ১৩ মে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আদালতের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। তদন্তে নেমে শেখ সুফিয়ান ও তাঁর জামাই সহ একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করে তারা। এই মামলায় এখনো জেলবন্দি বেশ কয়েকজন। ফেরার তৃণমূল নেতা আবু তাহেরসহ আরও অনেকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup