মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার পড়ল হাওড়ার উলুবেড়িয়ায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। পোস্টারের সঙ্গে একটি চিঠিও উদ্ধার হয়েছে। তবে চিঠি কী লেখা আছে তা উদ্ধার হয়নি।
সতাসকালে এই পোস্টার দেখতে পেয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। এই পোস্টারের লেখা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করব। সবাই প্রদীপ জ্বালাবে। ’ ওই পোস্টারে একটি চিঠির কথাও বলা হয়েছে। লেখা হয়েছে, ‘আমার গোপন চিঠি আছে পড়ে নেবে।’
আরও পড়ুন। জুতো ছিঁড়ল মমতার, মঞ্চে দাঁড়িয়ে সেফটিপিন লাগালেন নিজেই, পরে পা মেলালেন নৃত্যে
আর পড়ুন। ২৭ মে থেকে কলকাতার প্রচার শুরু করছেন মমতা, পদযাত্রা, জনসভা, জেনে নিন প্রচারসূচি
পুলিশ জানিয়েছে, রাতে অন্ধকারে কেউ বা কারা এই পোস্টার মেরে গিয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
ভোট পর্বে লাগাতার প্রচার করেছে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের পর্ব শেষ হওয়ার পর এবার দক্ষিণ বঙ্গে প্রচার চালাচ্ছেন তাঁরা। তারই মধ্যে এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন। ছ'টি রোড শো! তিনটি জনসভা! শনিবার থেকে নিজের কেন্দ্রে ‘মেগা’ প্রচার অভিষেকের
আরও পড়ুন।