আগামীকাল ২৫ মে রয়েছে ষষ্ঠ দফার ভোট। কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট হবে ষষ্ঠ দফায়। তার আগে শেখ শাহজাহানের নামে পোস্টারকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে কাঁথি লোকসভার অন্তর্গত খেজুরিতে। শাহজাহানের ছবি দিয়ে এই পোস্টারে দাবি করা হয়েছে, তৃণমূলকে ভোট দিলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কে বা কারা পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি। তবে তৃণমূলের দাবি, এসব বিজেপির কাজ। ভোটের আগে এসব করে আসলে তারা ভোটারদের প্রভাবিত করতে চাইছে।
আরও পড়ুন: ‘রাম বা রহিম হোক, কাউকে ছাড়ি না’, নাম শাহজাহান বলে সুবিধা মেলেনি, বোঝালেন মমতা
জানা যাচ্ছে, আজ শুক্রবার সকালে খেজুরি বিধানসভার বাঁশগড়াতে একাধিক পোস্টার দেখা গিয়েছে। তাতে শেখ শাহজাহানের ছবি দিয়ে লেখা রয়েছে, ‘মা-বোনেরা সাবধান, জোড়া ফুলে দিলে চাপ ঘরে ঢুকবে শাহজাহানের বাপ।’ অর্থাৎ পোস্টারে দাবি করা হয়েছে, সন্দেশখালিতে যেভাবে নারীদের উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে তৃণমূল জয়ী হলে তা বাড়বে। তা তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য পোস্টারে সতর্ক করা হয়েছে।
পোস্টারের একেবারে নিচে লেখা রয়েছে নাগরিকবৃন্দ। ফলে জানা যাচ্ছে না কারা এই পোস্টার লাগিয়েছে। তবে এই পোস্টারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে। তৃণমূল দাবি করেছে এটা বিজেপির কাজ। প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে জোরদার আন্দোলন করেছে বিজেপি। তাতে ব্যাপক সাড়াও মিলেছে। বাংলার জনমানসে এর ব্যাপক প্রভাব পড়ে। সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকেই কার্যত ব্যাকফুটে চলে যায় তৃণমূল কংগ্রেস। তবে সম্প্রতি একের পর এক পালটা ভিডিয়ো সামনে আসায় পালটা চাপে পড়ে বিজেপি। তারা বারবার দাবি করে আসছে, সেগুলি ফেক। তবে তৃণমূল এই ভিডিয়োগুলিকে হাতিয়ার করেই খেলা ঘোরাতে চাইছে।
পোস্টার প্রসঙ্গে কাঁথির তৃণমূল নেতাদের বক্তব্য, রাজনৈতিকভাবে তৃণমূলকে পরাস্ত করতে পারছে না বিজেপি। সেই কারণে তাদের দুষ্কৃতীরা তৃণমূলের উপর হামলা চালাচ্ছে, আবার পোস্টার দিচ্ছে। তবে তাতে কিছুই লাভ হবে না। কারণ বিজেপির পাশে মানুষ নেই। বাংলা থেকে বিজেপি মুছে যাবে । তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, এইসব কাজ বিজেপি করে না। রাতের অন্ধকারে দুষ্কৃতীমূলক কাজ তৃণমূল করে।