_1613475015598_1613475020056.jpg)
সরস্বতী পুজোয় জুটিতে ঘুরলেই কঠোর ব্যবস্থা, বজরং দলের নামে পড়ল হুমকি পোস্টার
১ মিনিটে পড়ুন . Updated: 16 Feb 2021, 05:00 PM IST- এর পরই হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘এই দিনটিতে জুটি হিসাবে কাউকে ঘুরে বেড়াতে দেখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হুগলির উত্তরপাড়ায় গঙ্গার ঘাটে পোস্টার ঘিরে চাঞ্চল্য। বজরং দলের নামে লাগানো সেই পোস্টারে সরস্বতী পুজোয় জুটিতে ঘুরলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পোস্টার তাদের লাগানো নয় বলে জানিয়েছেন বজরং দল। পোস্টারকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল।
মঙ্গলবার বেলা বাড়তে উত্তরপাড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে পোস্টারগুলি দেখা যায়। তাতে লেখা, সরস্বতী পুজোকে বাংলার ভ্যালেন্টাইন ডেতে রুপান্তরিত করেছেন। পাশ্চাত্য সংস্কৃতি একেবারেই গ্রহণযোগ্য নয়।
এর পরই হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘এই দিনটিতে জুটি হিসাবে কাউকে ঘুরে বেড়াতে দেখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সঙ্গে জানানো হয়েছে, আমাদের সরকার এলে এই সংস্কৃতির চর্চা বন্ধ করবো।
বজরং দলের সঙ্গে এই পোস্টার তাদের লাগানো নয় বলে জানানো হয়েছে। বিজেপি পোস্টারের প্রতিপাদ্য বিষয়কে সমর্থন করলেও জুটিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাকে সমর্থন করেনি। ওদিকে তৃণমূলের দাবি, কে কার সঙ্গে ঘুরবে তা ঠিক করার দায়িত্ব নিয়ে নিয়েছে বিজেপি।