বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Potato: আলুর দাম দেড় টাকা, ক্ষোভ চড়ছে উত্তরে, রাস্তায় ছড়িয়ে দিচ্ছেন কৃষকরা

Potato: আলুর দাম দেড় টাকা, ক্ষোভ চড়ছে উত্তরে, রাস্তায় ছড়িয়ে দিচ্ছেন কৃষকরা

আলুর দাম পাচ্ছেন না কৃষকরা(ANI Photo) (Nitin Sharma)

কৃষকদের দাবি, কিছু জায়গায় তিন চারটাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এদিকে চাষের খরচও আকাশছোঁয়া। অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাঁরা আশায় ছিলেন আলু বিক্রি করে হয়তো লাভের মুখ দেখবেন। সেই টাকায় ঋণ শোধ করবেন। কিন্তু সেই আশায় জল পড়ে গিয়েছে।

আলু চাষ করে মাথায় হাত কৃষকের। উত্তরবঙ্গের জেলায় জেলায় আলু চাষিদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। উত্তরের একাধিক জেলায় আলু বিক্রি করে চাষিরা কেজি প্রতি মাত্র দেড় টাকা থেকে আড়াই টাকা করে পাচ্ছেন। আর তার জেরে ক্ষোভ চরমে উঠেছে। উত্তরবঙ্গে ধূপগুড়ি, মালদা, কোচবিহারের একাংশে আলুর ভালো ফলন হয়। কিন্তু সেই আলুর দাম একেবারে তলানিতে। রবিবার কোচবিহারের ২ ব্লকের পুণ্ডিবাড়িতে উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে আলু ফেলে দেন কৃষকরা।আলু বিক্রি করতে এসে দাম না পেয়েই তাঁরা আলু রাস্তায় ফেলে দিয়েছিলেন।

 তাঁদের দাবি, আলু বিক্রি করে চাষের খরচও উঠবে না। পুণ্ডিবাড়ি নতুন বাজার এলাকায় গ্রাম থেকে আলু বিক্রি করতে এসেছিলেন চাষিরা। তখনই পাইকাররা আলুর কেজি প্রতি দাম হিসাবে মাত্র দেড় টাকা দিতে রাজি হন। এরপরই ক্ষোভে সেই আলু নিয়ে জাতীয় সড়কে ঢেলে দেন।

তবে শুধু কোচবিহার নয়, উত্তরের একাধিক জেলায় আলু বিক্রি করে দাম পাচ্ছেন না কৃষকরা। অন্যদিকে হিমঘরে আলু রাখার ক্ষেত্রে বন্ড নিয়েও নানা অনিয়ম শুরু হয়েছে। তার জেরে আরও বিপাকে পড়েছেন সাধারণ আলু চাষিরা।

কৃষকদের দাবি, কিছু জায়গায় তিন চারটাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এদিকে চাষের খরচও আকাশছোঁয়া। অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাঁরা আশায় ছিলেন আলু বিক্রি করে হয়তো লাভের মুখ দেখবেন। সেই টাকায় ঋণ শোধ করবেন। কিন্তু সেই আশায় জল পড়ে গিয়েছে। 

এদিকে কৃষকদের দাবি, সরকার সহায়কমূল্যে আলু না কিনলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। যে টাকা দাম বলছেন পাইকারি ব্যবসায়ীরা তাতে চাষের খরচ উঠবে না। সেক্ষেত্রে আলু বাজারে বিক্রি করার থেকে রাস্তায় ফেলে দেওয়া ভালো। সেই মতোই তারা আলু রাস্তায় ফেলে দেন।

এদিকে অতীতেও আলুর দাম না পেয়ে, টমেটোর দাম না পেয়ে তা রাস্তায় ফেলে দেওয়ার একাধিক নজির রয়েছে উত্তরবঙ্গে। তবে এবার পরিস্থিতিটা কিছুটা অন্যরকম। কারণ সামনে পঞ্চায়েত ভোট।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে. গ্রামে গ্রামে আলু চাষিদের মধ্য়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। মূলত দাম না পেয়েই এই ক্ষোভ দানা বাঁধছে। এদিকে সরকারও এনিয়ে কার্যকরী ব্যবস্থা নেয়নি। এই ক্ষোভ যদি পঞ্চায়েত ভোটে আছড়ে পড়়ে তবে আখেরে মাসুল গুনতে হবে শাসকদলকে। 

বন্ধ করুন