বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চার তলা প্রাসাদের মালিক TMCর পঞ্চায়েত প্রধানের গোটা পরিবার আবাস যোজনার তালিকায়

চার তলা প্রাসাদের মালিক TMCর পঞ্চায়েত প্রধানের গোটা পরিবার আবাস যোজনার তালিকায়

তৃণমূলি পঞ্চায়েত প্রধান জাহাঙ্গির শেখের প্রাসাদ।

শুধু স্ত্রী নন, নিজের ২ ভাই আমনগির শেখ ও আজমগির শেখের নামও রয়েছে তালিকায়। এমনকী নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের প্রয়াত বাবা শেখ মহসিনেরও। জাহাঙ্গিরের এহেন কাণ্ডে এলাকায় মুখ দেখাতে পারছেন না তৃণমূল কর্মীরাই।

মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কেয়ার। ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে তৃণমূল নেতারা লুটেপুটে খেতে কতটা বেপরোয়া তার হদিশ ফের পাওয়া গেল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। সেখানে চার তলা বাড়ির মালিক তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম উঠেছে আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায়। তালিকায় নাম রয়েছে উপপ্রধানের বাবারও। চক্ষুলজ্জার খাতিরে দলের উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূলের একাংশ।

গত সপ্তাহেই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রাজ্যকে মোটা টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের কড়া নির্দেশ, অযোগ্যদের পিছন দরজা দিয়ে ঘর পাইয়ে দেওয়া যাবে না। এর পরই তালিকা অনুসারে প্রাপকদের বাড়ি গিয়ে শুরু করেছেন পঞ্চায়েত ও প্রশাসনের কর্মীরা। আর তাতেই ধরা পড়েছে একের পর এক তৃণমূল নেতার কীর্তি। কোথাও দোতলা টাইলস বাঁধানো বাড়ির মালিক পঞ্চায়েত প্রধানের নাম রয়েছে তালিকায়। কোথাও আবার ঘর না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন কাঁচা বাড়ির বাসিন্দারা। এমনকী, পুরুলিয়ার এক পঞ্চায়েত প্রধানের নাম তালিকায় থাকায় তিনি নাম প্রত্যাহার করেছেন। সেই তালিকায় নবতম সংযোজন খণ্ডঘোষের শাঁকারি গ্রাম পঞ্চায়েত। অভিযোগ পঞ্চায়েত প্রধান জাহাঙ্গির শেখ ইতিমধ্যে চার তলা গেঁথে ফেলেছেন। তার পরও তাঁর স্ত্রী সীমা শেখের নাম রয়েছে ঘর প্রাপকদের তালিকায়।

শুধু স্ত্রী নন, নিজের ২ ভাই আমনগির শেখ ও আজমগির শেখের নামও রয়েছে তালিকায়। এমনকী নাম রয়েছে পঞ্চায়েত প্রধানের প্রয়াত বাবা শেখ মহসিনেরও। জাহাঙ্গিরের এহেন কাণ্ডে এলাকায় মুখ দেখাতে পারছেন না তৃণমূল কর্মীরাই। বাধ্য হয়ে পঞ্চায়েত প্রধানের দুর্নীতির প্রতিবাদে মুখ খুলেছেন তাঁরা।

এব্যাপারে পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা স্রিংলা বলেন, ‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি প্রমাণিত হলে নাম বাদ যাবে।’ তবে খণ্ডঘোষের বিডিও জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্র তালিকা বাতিল করেছেন তিনি।

ওদিকে পঞ্চায়েত প্রধান জাহাঙ্গির শেখের আজব দাবি। পঞ্চায়েত প্রধান হলেও তিনি না কি পঞ্চায়েত অফিসে যাওয়ারই সময় পান না। দলের কাজে ব্যস্ত থাকেন। তাই কে বা কারা এই তালিকা বানিয়েছে তা তাঁর জানা নেই। আমি তালিকা নতুন করে তৈরি করতে বলেছি।

এক্ষেত্রেও ‘ভুল’-এর তত্ত্ব খাড়া করেছে তৃণমূল। জেলা তৃণমূলের এক নেতা জানিয়েছেন, ‘পাকা বাড়ি থাকলে তার ঘর পাওয়ার কথা নয়। এক্ষেত্রে কোনও ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। প্রশাসন দেখছে।’

 

বন্ধ করুন