সংক্রমিত স্যালাইন দেওয়াতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে প্রসূতির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ৪ জন। স্বাস্থ্য ভবনকে রিপোর্ট দিয়ে এই কথাই জানাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যভবন। আশঙ্কাজনক ৪ প্রসূতিকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই ভেন্টিলেশনে রয়েছেন।
সংক্রমিত স্যালাইন দেওয়ায় বৃহস্পতিবার থেকে মেদিনীপু মেডিক্যাল কলেজে একাধিক প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শুক্রবার সকালে মৃত্যু হয় তাদের মধ্যে একজনের। এর পর টনক নড়ে স্বাস্থ্য দফতরের। রিপোর্ট চাওয়া হয় মেডিক্যাল কলেজের কাছে। রিপোর্টে জানানো হয়েছে রিঙ্গার ল্যাকটেট নামে এক ধরণের স্যালাইন প্রসূতিদের দেওয়া হয়। তাতে সংক্রমণ থাকায় এই ঘটনা ঘটেছে।
ওদিকে আশঙ্কাজনক ৪ প্রসূতির মেদিনীপুর মেডিক্যালের ICUতে চিকিৎসা চলছে। প্রত্যেকেই ভেন্টিলেশনে রয়েছেন।
কলকাতা মেডিক্যাল কলেজের সুপার বলেন, ‘যে অভিযোগ জমা পড়েছে তা তদন্ত করে দেখার জন্য রাজ্য স্তরে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য দফতরে আমি প্রাথমিক রিপোর্ট পাঠাচ্ছি। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের ডাকা হয়েছে। তারা স্যালাইনের নমুনা সংগ্রহ করছেন। সমস্ত কিছুই তদন্তের বিষয়।’
জানা গিয়েছে, যে সংস্থার স্যালাইন ব্যবহার করায় এই ঘটনা ঘটেছে তাদের আগেই নিষিদ্ধ করেছিল স্বাস্থ্য ভবন। তার পরেও কী করে রোগীদের সেই স্যালাইন দেওয়া হল তার তদন্ত হচ্ছে। ঘটনার তদন্তে বিশেষজ্ঞ কমিটি গড়েছে স্বাস্থ্যভবন।