বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > শনিবার উপস্থিতির হার কমল পড়ুয়াদের, সময়ের আগেই ছুটি হয়ে গেল বহু স্কুল

শনিবার উপস্থিতির হার কমল পড়ুয়াদের, সময়ের আগেই ছুটি হয়ে গেল বহু স্কুল

শনিবার স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল কম। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

শিক্ষকরা আশঙ্কা করছিলেন যে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা থাকলেও তাতে লাভ খুব একটা হবে না। কারণ সেরকম ভাবে স্কুলে আসবে না পড়ুয়ারা। শিক্ষকদের আশঙ্কায় সত্যি হলো। শনিবার স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল খুব কম।

করোনা আবহে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়ুয়াদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই কথা মাথায় রেখেই শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। তবে শিক্ষা দফতরের এই সিদ্ধান্তে রাজি ছিলেন না শিক্ষকরা। শিক্ষকরা আশঙ্কা করছিলেন যে শনিবার পূর্ণ সময়ের জন্য স্কুল খোলা থাকলেও তাতে লাভ খুব একটা হবে না। কারণ সেরকম ভাবে স্কুলে আসবে না পড়ুয়ারা। শিক্ষকদের আশঙ্কায় সত্যি হলো। শনিবার স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ছিল খুব কম।

স্কুলগুলি থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত স্কুলে যে হারে পড়ুয়ারা এসেছিল শনিবার সেই সংখ্যাটা ছিল অনেক কম। যার ফলে এ দিন রাজ্যের একাধিক স্কুলে দেখা গেল ভিন্ন ছবি। ছাত্র-ছাত্রীর অভাবে অনেক স্কুলই এদিন অর্ধদিবস স্কুল খোলা থাকে। পড়ুয়া না থাকায় আবার অনেক স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের আগে। অনেক পড়ুয়া আবার টিফিনের পরেই বাড়ি চলে যায়। পড়ুয়া না থাকায় টিফিনের পর ছুটি দেওয়া হয় একাধিক স্কুলে।

কলকাতাসহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের অধিকাংশ স্কুলগুলোতে শনিবার পড়ুয়াদের সংখ্যাছিল হাতেগোনা। শিক্ষকদের বক্তব্য, করোনা পরিস্থিতিতে স্কুলে যেভাবে ক্লাস হচ্ছে তাতে নাভিশ্বাস উঠেছে পড়ুয়াদের। একটানা মাস্ক পড়ে থাকতে অভ্যস্ত নয় পড়ুয়ারা। কিন্তু স্কুলে আসলে একটানা মাস্ক পড়ে থাকতে হচ্ছে পড়ুয়াদের। সপ্তাহে ৫ দিন টানা সাড়ে পাঁচ ঘণ্টার ক্লাসে বিরক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। যে কারণে অনেক পড়ুয়ায় এদিন স্কুলে আসেনি বলে মনে করছেন শিক্ষকরা।

প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, “শনিবার সকল পড়ুয়ার জন্য পুরো স্কুল না করে করোনাকালে পড়াশোনায় পিছিয়ে পড়া পড়ুয়াদের চিহ্নিত করে শুধু তাদের জন্য পুরো স্কুলের ব্যাবস্থা করা যেতে পারে।" অন্যদিকে, অভিভাবকদের মতে, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপক ক্ষতি হয়েছে। এই অবস্থায় পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকদের একাংশ।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.