ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তবে পর্যাপ্ত শিক্ষকের অভাবে এবার মাধ্যমিক পরীক্ষায় গার্ড হিসেবে থাকবেন প্রাথমিক স্কুলের শিক্ষকেরা। মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকার ঘাটতি থাকায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক পর্ষদ। যদিও রাজ্যের মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক স্কুলের শিক্ষকদের গার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজ্যে এই প্রথম প্রথা ভেঙে মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবেন প্রাথমিক শিক্ষকরা। উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, এই জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য প্রায় ৫০ জন প্রাথমিক শিক্ষককে বেছে নেওয়া হয়েছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলায় এবার ১১৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবেন। সাধারণত হাইস্কুলের শিক্ষকরাই এই মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গার্ড দিয়ে থাকেন। কিন্তু, রাজ্যের মধ্যে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই নজিরবিহীন ভাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রগুলিতে হাইস্কুলের শিক্ষকদের পাশাপাশি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা পরীক্ষায় গার্ড হিসেবে থাকছেন। মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক স্কুলের শিক্ষকদের গার্ড দেওয়ার বিষয় নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষক মহলে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন, ‘আমরা এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। প্রাথমিক স্কুলের শিক্ষকদের কাছে এটা অত্যন্ত গর্বের বিষয় যে তাঁরা মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে চলেছেন। প্রাথমিক স্কুলের বহু শিক্ষক রয়েছেন যাঁরা উচ্চশিক্ষিত। বহুদিন এসএসসি না হওয়ায় মাধ্যমিক স্কুলের শিক্ষক সংখ্যা কিছুটা কম থাকায় প্রয়োজনের নিরিখে রাজ্য সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’
এদিকে নজিরবিহীনভাবে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক স্কুলের শিক্ষকদের গার্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দুলাল চন্দ্র সরকার। তিনি জানিয়েছেন, এই জেলায় মোট ১১৭টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ৩১ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। পর্যাপ্ত হাইস্কুলের শিক্ষক না পাওয়ায় উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য প্রাথমিক স্কুলের শিক্ষকদের গার্ড দেওয়ার বিষয়ে বিশেষ অনুমতি প্রদান করেছে রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বিশেষ করে ইটাহার এবং গোয়ালপোখর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলিতে শিক্ষকের ঘাটতি সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষকদের যাতে মাধ্যমিকে গার্ড হিসেবে কাজে লাগানো যায় তার অনুমতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর। তাতে অনুমতি দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। তৃণমূলের শিক্ষক সংগঠন উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কড়া সমালোচনা করেছে বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup