বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Primary Teachers' Recruitment: এই D.El.Ed প্রশিক্ষণরতরাও প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ পাবেন, নির্দেশ হাইকোর্টের

Primary Teachers' Recruitment: এই D.El.Ed প্রশিক্ষণরতরাও প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ পাবেন, নির্দেশ হাইকোর্টের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ, তাতে জানানো হয়েছিল যে ডিএলএড প্রশিক্ষণরতরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ হয়ে দিয়েছিল। 

বিএড উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়মের জটিলতায় প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ পারছিলেন না। তাঁদের স্বস্তির খবর দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে প্রার্থীরা বিএড উত্তীর্ণ হওয়া সত্ত্বেও আবেদনের সময় যোগ্যতামান হিসেবে 'ডিএলএড প্রশিক্ষণরত' বেছে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই ডিএলএড প্রশিক্ষণরতরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানানো হয়েছিল। সেই পরিস্থিতিতে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ওই বিএড উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে পোর্টাল খুলে রাখতে হবে। ওই সময়ের মধ্যে তাঁরা নিজেদের যোগ্যতামান পালটে বিএড করে দিতে পারবেন।

বিষয়টি কী হয়েছিল?

গত ২৯ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ, তাতে জানানো হয়েছিল যে ডিএলএড প্রশিক্ষণরতরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। কিন্তু হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ হয়ে দিয়েছিল। সেই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হন ৫০ জন প্রার্থী। তাঁরা দাবি করেন, বিএড উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিজেদের যোগ্যতামান হিসেবে ডিএলএড প্রশিক্ষণরত হিসেবে উল্লেখ করেছিলেন। তাই নিয়মের গেরোয় তাঁরা ‘অযোগ্য' হয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: Primary TET 2022 Certificate Download: প্রকাশিত প্রাথমিক TET-র সার্টিফিকেট, কীভাবে ডাউনলোড করতে হবে? দেখুন এক ক্লিকেই

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, যাঁরা ডিএলএড কোর্স সম্পূর্ণ করেন, তাঁরা শুধুমাত্র প্রাথমিক স্কুলে চাকরি করতে পারেন। তবে অনেক প্রার্থী নিজেদের বিএড কোর্সের পর ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছিলেন। এবার প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শুরু হতে তাঁরা ডিএলএড প্রশিক্ষণরত বলে উল্লেখ করেছিলেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরে তাঁরা সমস্যায় পড়েন। পর্ষদ যদি জানিয়ে দিত যে প্রশিক্ষণরতরা আবেদন করতে পারবেন না, তাহলে ওই প্রার্থীরা নিজেদের বিএড উত্তীর্ণ বলে উল্লেখ করতে পারতেন। তাহলে তাঁরা সমস্যায় পড়তেন না।

আরও পড়ুন: Justice Gangopadhyay on scam cases: ‘আরও দুর্নীতির মামলা আছে, সেগুলিও হয়ত সরে যাবে’, শঙ্কা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

সেই পরিস্থিতিতে সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে বিএড উত্তীর্ণরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। মামলাকারীরা বিএড উত্তীর্ণ হয়েছেন, তাই তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দিতে হবে পর্ষদকে। সেজন্য পর্ষদকে ১৫ দিনের জন্য নিজেদের ওয়েবসাইট খোলা রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই সময়ের মধ্যে প্রার্থীরা নিজেদের যোগ্যতামান পরিবর্তন করতে পারবেন বলে নির্দেশ দেন তিনি।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.